ঈদের দিনে বিশেষ আয়োজন

0

বিনোদন ডেস্ক : ঈদ মানেই আনন্দ। ঈদের সব আনন্দ বাড়াতে ছোটপর্দায় থাকে বিশেষ আয়োজন। ঈদের বিশেষ এ কিছুটা স্বস্তির, আনন্দের। আসুন দেখে নিই ঈদের দিনের নির্বাচিত অনুষ্ঠানের খবর।

আরটিভি

শিশুদের জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুর। এবার শিশুদের সাথে টেলিফোনে সরাসরি কথা বলতে আবারও আরটিভি লাইভে হাজির হচ্ছেন হালুম, টুকটুকি, ইকরি ও শিকু। শাহরিয়ার ইসলামের প্রযোজনায় ঈদ উপলক্ষে আরটিভিতে সিসিমপুর লাইভ প্রচার হবে ঈদের দিন থেকে তৃতীয় দিন পর্যন্ত সকাল ১০টা ৫ মিনিটে।

৬ পর্বের ধারাবাহিক : হাস্যরসাত্মক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘প্যারা’। আরিফ রহমানের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত আরটিভিতে সন্ধ্যা ৬টা ৩ মিনিটে। অভিনয় করেছেন মোশাররফ করিম, হাসান মাসুদ, মারজুক রাসেল, বাঁধন, সুমন পাটোয়ারী, সোহেল খান, তারিক স্বপন প্রমুখ।

মাংস বিতরণের মজাদার কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ৬ পর্বের ধারাবাহিক নাটক ‘কপালে যদি থাকে হাড়’। বৃন্দাবন দাসের রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় নাটকটি প্রচার হবে ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত রাত ৮ টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, বৃন্দাবন দাস, প্রসূণ আজাদ প্রমূখ।

মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় ঈদের দিন থেকে ষষ্ঠদিন পর্যন্ত রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে ‘ফরমাল-ইন রি-অ্যাকশন’। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুন, ডা. এজাজ, শামীমা নাজনীন, তারিক স্বপন, মিলন ভট্টাচার্য্য, সাজ্জাদ রেজা, মুকুল সিরাজ, ইকবাল বাবু, নুর আলম নয়ন, রিমি করিম, হায়দার মিথুন প্রমূখ।

রাত ১১টা ৫০ মিনিটে প্রচার হবে ‘ঈদ স্পেশাল লাইভ মিউজিক’। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় অনুষ্ঠানটিতে গাইবেন রাজিব, ঝিলিক, আতিক, লিজা।

এনটিভি

দুপুর আড়াইটায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘পেন্ডুলাম’। সোমেশ্বর অলির রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহবুব নীল। অভিনয় করেছেন আফরান নিশো, প্রভা, তানজিন তিশা, পিয়া বিপাশা, টয়া, মুনিরা মিঠু প্রমূখ।

বিকেল ৫টা ২০ মিনিটে প্রচার হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘তারায় তারায় মেলা’। কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ঐশ্বর্য্য। অংশগ্রহণ করেছেন পূজা, শাওন ও কাসিফ।

প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচার হবে ৭ পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘নিশ্চিত প্রেমের ৭টি উপায়’। শিহাব শাহীনের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন অপূর্ব, মম, ইরেশ যাকের, সাজু খাদেম, নাঈম, মৌসুমী হামিদ, সুষমা সরকার, নওশাবা, আনন্দ খালেদ, উজ্জল মাহমুদ প্রমূখ।

৮টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘গানওয়ালা’। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন রাহুল আনন্দ, তারিন জাহান, শ্যামল মওলা, খালিকুজ্জামান, ওয়াসিম খান প্রমুখ।

রাত ৯টা ৫ মিনিটে প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘হুমায়ূন আহমেদের গানে যুগলবন্দী’। আলফ্রেড খোকনের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ফারাহ শারমিন। সঙ্গীত পরিবেশন করেছেন শাওন আহমেদ ও এসআই টুটুল। ।

রাত ৯টা ৫৫ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘দুষ্টু প্রেমের গল্প’। আদনান আল রাজীব ও রেদওয়ান রনির যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, বাঁধন, শ্যামল মাওলা, মিথিলা, ইশতিয়াক আহমেদ রুমেল, শাহতাজ, আজমেরী আশা, তৌসিফ মাহবুব, নাদিয়া মীম, সুমন পাটওয়ারী, মনিরা মিঠু প্রমূখ।

চ্যানেল আই

দুপুর আড়াইটায় প্রচার হবে ‘প্রার্থনা’ ওয়ার্ল্ড প্রিমিয়ার। কাহিনী ও চিত্রনাট্য লেখার পাশাপাশি সিনেমাটি পরিচালনা করেছেন শাহরিয়ার নাজিম জয়। অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়, মৌসুমী নাগ, জারা জাকিব, নওশীন, তৌকীর আহমেদ প্রমুখ।

বেলা ১২টা ৫ মিনিটে প্রচার হবে টেলিছবি ‘বঙ্গত’। রচনা ও পরিচালনা রাজিব হাসান। অভিনয়ে মৌসুমী হামিদ, সাজ্জাদ, প্রণব, সোহেল খান প্রমুখ।

হুমায়ূন আহমেদের নাটক ‘ভালোবাসার গল্প’ প্রচার হবে রাত ৯টা ৩৫ মিনিটে। হুমায়ূন আহমেদের গল্প থেকে নাট্যরূপ দিয়েছেন মারুফ রেহমান, পরিচালনায় মেহের আফরোজ শাওন। অভিনয় করেছেন শবনম ফারিয়া, স্বাধীন খসরু, জয়িতা, ঝুনা চৌধুরী, নওমিতা, ডা. এজাজ, মতিউল আলম প্রমুখ। প্রচার হবে রাত ৭.৫০ মিনিটে।

মাসুম রেজার রচনা ও সালাউদ্দিন লাভলুর পরিচালনায় ‘ইতি, সুজন ও একটি লাটিম’ প্রচার হবে ৭টা ৫০ মিনিটে। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিথিলা ও সালাহউদ্দিন লাভলু প্রমুখ।

রাত সোয়া ১১টায় প্রচার হবে নাটক ‘দ্য ব্রিফকেস’। লতিফুল ইসলাম শিবলীর রচনা থেকে পরিচালনা করেছেন সানি চৌধুরী। অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, সুমাইয়া শিমু, মাজনুন মিজান প্রমূখ।

বাংলাভিশন

৬ পর্বের ধারাবাহিক ‘সিকান্দার বক্স এখন নিজ গ্রামে’ প্রচার হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। রচনা ও পরিচালনা সাগর জাহান। অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবির শখ, তানিয়া আহমেদ, ফারুক আহমেদ, আখম হাসান, আরফান আহমেদ, সামিহা, জুঁই করিম, আহসান কবির, হারুণ মাসুদ, শাহনেওয়াজ রিপন, ইরেশ যাকের, শামীমা নাজনীন, হারুন প্রমুখ।

৬ পর্বের ধারাবাহিক ‘ওয়াইফ মানে ইস্তিরি’ লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনায় সালাহ্উদ্দিন লাভলু। প্রচার হবে প্রতিদিন রাত ১১টা ১০ মিনিটে। অভিনয়ে ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, সোনিয়া, ওয়াহিদা মল্লিক জলি, আখম হাসান, শিল্পী সরকার অপু, শাহনাজ খুশী প্রমুখ।

এটিএন বাংলা

৬ পর্বের ধারাবাহিক ‘ভ্যাগাবন্ড’ প্রচার হবে প্রতিদিন রাত ৭টা ৪০ মিনিটে। অভিনয়ে রিয়াজ, ফারহানা, মিলি ও প্রভা। ৫ পর্বের ধারাবাহিক ‘প্যারাসিটামল দুইবেলা’ রাত সোয়া ৮টায়। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রতন রিপন। অভিনয় করেছেন মোশাররফ করিম, আনিকা কবীর শখ, জয় রাজ, আরফান প্রমুখ।

ইভা রহমানের একক সঙ্গীতানুষ্ঠান ‘মন রাঙাবো গানে’ প্রচার হবে রাত ১০টা ৪০ মিনিটে।

বৈশাখী

প্রতিদিন দুপুর আড়াইটায় প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘চকলেট বয়’। রচনা ও পরিচালনা ওয়ালিদ হাসান। অভিনয়ে নিলয়, নাঈম, সোহান, সম্রাট, অহনা ও মেহজাবিন।

বিকেল ৪টা ২০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক ‘মীর জাফর মীর’। রচনা আকাশ রঞ্জন ও পরিচালনায় শামস করিম। অভিনয়ে মোশারফ করিম, রাখি, ফারুক আহমেদ, আখম হাসান, মুনিরা মিঠু ও কচি খন্দকার। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ৭ পর্বের ধারাবাহিক নাটক নায়িকার বিয়ে। রচনা ও পরিচালনা- হাসান জাহাঙ্গীর। অভিনয়ে পপি, এটিএম শামসুজ্জামান ও হাসান জাহাঙ্গীর।

রাত পৌনে ৯টায় প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সিনেমাটিক’। পরিচালনা করেছেন মাসুদ সেজান। অভিনয় করেছেন মোশারফ করিম, নিপুন, জুই করিম, তারেক স্বপন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.