কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত

0

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়ায় টহলরত বিজিবি সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত নিয়েছে।

আজ শনিবার (২১ ডিসেম্বর) ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের সীমান্ত জনপদ নলবনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

বন্দুক যুদ্ধে নিহতরা হলেন- উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ছিদ্দিক (৩০) ও মো. শাহাজান (৩৬)।

ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করেছে বিজিবি। বিজিবি বলেছেন, নিহতরা ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। পুলিশ তাদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে সীমান্তের নাফ নদী পার হয়ে নলবনিয়া পয়েন্টে প্রবেশ করলে বিজিবি তাদের গতিরোধ করার চেষ্টা করে। এ সময় ইয়াবা কারবারিরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে বিজিবিও পাল্টা গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলে দুই রোহিঙ্গা মারা যান।

তিনি বলেন, তাদের কাছ থেকে ৪০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় তৈরি এক নলা বন্দুক ও দুটি কার্তুজ উদ্ধার করা হয়।

উখিয়া থানার ওসি আবুল মনসুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজন ইয়াবা কারবারির লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতারের মর্গে প্রেরণ করা হয়েছে ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.