খাগড়াছড়িতে যুব উন্নয়ন অধিদপ্তরের জনসচেতনতামুলক প্রশিক্ষণ

0

শ্যামল রুদ্র, খাগড়াছড়িঃ  প্রশিক্ষিত যুব সমাজ দেশের জন্য সম্পদ মন্তব্য করে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু বলেছেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের আত্ম নির্ভরশীল করে তুলতে হবে। কারণ বেকার যুবক দেশের জন্য বোঝা। তাই নিজেদের দেশের সম্পদে পরিণত করতে হবে।

আজ বুধবার দুপুরে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত জনসচেতনতামুলক প্রশিক্ষণে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিগত দিনের ইতিহাস তুলে ধরে বলেন, বঙ্গবঙ্গুকে হত্যার পর ২১ বছর এদেশ পিছিয়ে ছিল। দীর্ঘ ২১ বছর পর এদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

পাহাড়ে দীর্ঘ সমস্যা সমাধানের জন্য কেউ উদ্যোগ নেয়নি। বর্তমান প্রধানমন্ত্রী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠায় উদ্যোগ নেওয়ার কথা তুলে ধরে তিনি আরো বলেন, ১লা জানুয়ারী একযোগে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াসহ বর্তমান সরকারের সময়ে নানামূখী পরিকল্পনার কারণে এগিয়ে চলেছে এবং এ ধারা অব্যাহত রাখতে সকলের সহায়তা কামনা করেন তিনি। প্রধানমন্ত্রীর নেতৃত্বে এদেশ এগিয়ে যাচ্ছে। এদেশকে এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করছেন।

খাগড়াছড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহজাহান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি শিশু বিষয়ক কর্মকর্তা উষানু চৌধুরী, যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর আব্দুল মান্নান কবীর, ,জেলা যুবলীগের সভাপতি যতন কুমার ত্রিপুরা,সিনিয়র সাংবাদিক ও সাংবাদিক ইউনিয়নের নেতা প্রদীপ চৌধুরী প্রমূখ।

এতে প্রশিক্ষিত আত্মকর্মী বীনা রানী ত্রিপুরা,আসমাসহ যুব সংগঠনের নেতৃবৃন্দরা তাদের আত্ম নির্ভরশীলতার চিত্র তুলে ধরেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.