পটিয়ায় চুলার আগুনে ১৮ বসতঘর পুড়ে ছাই

0

পটিয়া প্রতিনিধিঃ পটিয়া উপজেলার জিরি ইউনিয়নে রান্নার চুলা থেকে আগুন লেগে ১৮টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে জিরি ইউনিয়ের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাথ পাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা যায়, সকালে একজন গৃহবধূ রান্নাঘরের চুলায় ভাতের ডেস্কি বসিয়ে পাশের পাশের বাড়ীতে যান। আর ততক্ষণে সেই চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে এক এক করে ছড়িয়ে পড়ে আশপাশের সবকটি ঘরে।

পরে স্হানীয়রা ৯৯৯ এ কল দিয়ে জানালে খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিস টিম ৩০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু ক্ষতি হয়ে যায় স্থানীয়দের।

উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছি। ঘণ্টাখানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই। আগুনের সূত্রপাত সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারছি না। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

ক্ষতিগ্রস্তরা জানান, সব পুঁড়ে ছাই হয়ে গেছে। বাংলা নববর্ষের প্রথম দিনে এভাবে খোলা আকাশের নিচে থাকতে হবে। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেওে দাবি করেন তারা।

ক্ষতিগ্রস্তরা হলেন নাথ পাড়ার তাপস নাথ, মনোরঞ্জন নাথ, ঝন্টু নাথ, চিত্তরন্জন নাথ, মধু নাথ, যীশু নাথ, রুপন নাথ, বিপন নাথ, নিপু নাথ, অরবিন্দু নাথ, সুজন নাথ, মনোরন্জন নাথ, সুনীল নাথ, রুহিনী নাথ, প্রফুল্ল নাথ, বাদল নাথ, টিটু নাথ ও পবন নাথ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.