চন্দনাইশ পৌরসভায় ধানি জমির মাটি কেটে পুকুর ভরাট-প্রশাসন নির্বিকার

0

চন্দনাইশ প্রতিনিধিঃ চন্দনাইশ পৌরসভার জোয়ারা পাগলা গারদ সংলগ্ন এলাকায় দিন দুপুরে ধানি জমির টপসয়েল কেটে পুকুর ভরাট করলেও দেখার জন্য কেউ নেই। জানেন না জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, চন্দনাইশ পৌরসভার জোয়ারা পাগলা গারদ এর সামনে ২ একর বিশিষ্ট ভট্টার দিঘী প্রকাশ ধাম্মা পুকুর ভরাট করছেন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি।

গত ১ সপ্তাহ ধরে ধানি জমির টপসয়েল কেটে পুকুর ভরাট করলেও বিষয়টি জানেন না বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর মেয়র।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর ভরাট করায় পরিবেশ হুমকির সম্মুখিন বলে দাবী করেছেন পরিবেশবিদরা।

এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেছেন, তিনি বিষয়টি জানেন না, তাকে কেউ জানাইনি। তাছাড়া করোনা ভাইরাসের সুযোগে যারা পুকুর ভরাট করছে তা সরেজমিনে দেখে আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান।

পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা বলেছেন, তাকে স্থানীয় কাউন্সিলর বিষয়টি জানাননি। জানলে প্রশাসনের সহায়তায় ব্যবস্থা নেয়া যেত।

স্থানীয় কাউন্সিলর অজয় দত্ত বলেছেন, দিঘীর মালিক রতন সেন তার নিজের পুুকুর ভরাট করছেন। তাই তিনি কাউকে বলেন নাই।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.