পটিয়া আমির ভান্ডার শরীফের কারবালা মাহফিল উদ্বোধনে মেয়র

0

সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধিঃ পটিয়ায় আমির ভান্ডার দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এ বছরও ১০ দিন ব্যাপি সাদাতৎ কারবালা মাহফিলে প্রধান অতিথি পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ বলেছেন, মহরম মাসের কারবালার মর্মস্পর্শি ঘটনায় যুগে যুগে সত্য ও ন্যায় প্রতিষ্টার লড়াইয়ে অনুপ্রেরণার উৎস।

ইসলামের ইতিহাসে সত্য, নিষ্ঠার, ন্যায় ও সটিক পদ পরিদশর্নের প্রতীক।এ দিক নিদের্শনায় ইসলামকে রক্ষা করার জন্য সেই দিন কারবালা ময়দানে সাদাতবরণ করে ছিলেন। সত্যকে প্রতিষ্টায় ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন ইসলামকে রক্ষায় সত্য মিথ্যার বিরুদ্ধে লড়াইয়ে আহলে বায়েত হযরত ইমাম হোসাইন (র:) নিজে শহীদ হয়েছেন। কিন্তু মিথ্যার কাছে নত হননি। তাই সত্য প্রতিষ্ঠায় সকলকে ইমাম হোসাইন (র:) আর্দশ সবাইকে অনুস্মরন করতে হবে।

তিনি গত শুক্রবার রাত সাড়ে ৮ টায় পটিয়া আমির ভান্ডার আমিরুল আউলিয়ার দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এ বছরও ১০ দিন ব্যাপি শাদাতৎ কারবালা মাহফিল উদ্বোধনে উপরোক্ত কথা গুলো বলেন।

এতে পীরে তরিকত আলহাজ্ব শাহছুফী সৈয়দ ফরিদুল আবছার শাহ আল আমিরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তৃতা জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাচ্ছির আল্লামা মুফতি মুহাম্মদ ইলিয়াছ আল কাদেরী (ম: জি: আ:), বিশেষ অতিথি শাহছুফী কানুন রশিদ শাহ আমিরী, শাহ শামুনুর রশিদ শাহ আমিরী,

৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগ সভাপতি মুহাম্মদ আবু ছৈয়দ , আমির ভান্ডার কমপ্লেক্সের সম্পাদক আমির হোসেন, ৯ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মঞ্জুরুল আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আমিরী তানিম, আলোচক হাদু চৌধুরী জামে মসজিদের খতিব মাওলানা রবিউল হোসেন আল কাদেরী, ও কেলিশহর খিল্লাপাড়া জামে মাসজিদের খতিব মাওলানা মনসুরুল ইসলাম আল কাদেরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.