জনপ্রিয় মরমী কন্ঠশিল্পী শিমুল শীলকে সম্মাননা প্রদান

0

প্রেস বিজ্ঞপ্তি: লোকায়ত বাংলার পরম্পরার ধারক বিশিষ্ট গীতিকার ও সুরকার, লোকশিল্পী আব্দুল গফুর হালি’র ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে চাঁটগা ভাষা পরিষদের পক্ষ থেকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে দেশের জনপ্রিয় মরমী কন্ঠশিল্পী শিমুল শীলকে সম্মাননা প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন- প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও কক্সবাজার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম। উক্ত অনুষ্ঠানে চট্টগ্রামের সংস্কৃতিমনা সুধীজনরা উপস্থিত ছিলেন।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন- হাজার বছরের বাংলা লোকশিল্প তার ঐতিহ্য ও রূপ বৈচিত্রে পরিপূর্ণ এক শিল্প ভান্ডার। বংশ পরম্পরায় যে লোকশিল্পের চর্চা দীর্ঘদিন ধরে চলে আসছিল, তারই কনিষ্ঠ সদস্যটি শিল্পী শিমুল শীল। তার গানে চট্টগ্রামের লোকজ সুর বারে বারে মুর্ত হয়েছে সুরের ইন্দ্রজালে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.