তুরস্কে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৯৫

0

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের রাজধানী আঙ্কারায় শান্তি মিছিলে জোড়া বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। রবিবারের বিবিসি অনলাইন এ তথ্য জানায়। তবে ওই ঘটনায় প্রায় ১০০ জন নিহত হয়েছেন বলে বার্তা সংস্থাটি শিরোনাম করেছে।

এতে আহত হয়েছেন ২৪৫ জন। আহতদের মধ্যে ৫৮ জনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছে। শনিবারের ওই ঘটনায় তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার।

রেলস্টেশনের কাছে কুর্দিপন্থী কুর্দিশ পিপলস ডেমোক্রেসি পার্টির কর্মীসহ বেশ কয়েকটি ইউনিয়ন ও সামাজিক সংগঠন আয়োজিত শান্তি মিছিলে শনিবার এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

দেশটির বেসরকারি ডোগান নিউজ এজেন্সি জানিয়েছে, যেখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানে শত শত মানুষ জমায়েত হয়েছিল। বোমা হামলায় হতাহতের পাশাপাশি রেলস্টেশনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রথম বিস্ফোরণটি হয়েছে স্টেশনের বাইরে। আর পরেরটি হয়েছে ভেতরে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.