নগরে কথিত কষ্টি পাথরের মূর্তি উদ্ধারঃ গ্রেফতার-৪

0

সিটি নিউজঃ বন্দর নগরী চট্টগ্রামের ইপিজেড থানাধীন ৩৮নং ওয়ার্ড রেলবিট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পুরাকীর্তি কথিত কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে।  এর সাথে জড়িত মোঃ শান্ত (৩২), মোঃ সেলিম হাওলাদার (৪০), শেখ মোঃ আব্দুল্লাহ প্রকাশ বাদল (৫০) ও মোঃ কামাল হোসেন (৩২)কে গ্রেফতার করেন মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

রবিবার ৭ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের পুরাকীর্তি মূর্তিসহ আসামীদের গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত ৪ জন হলোঃ মোঃ শান্ত (৩২), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-রেহেনা বেগম সাং-দক্ষিণ হালিশহর, বন্দরটিলা, আশার মায়ের গলি, কান্ডাস আলী চেরাং বাড়ী, ৩৯নং ওয়ার্ড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, মোঃ সেলিম হাওলাদার (৪০) পিতা-মৃত শাহজাহান হাওলাদার, মাতা-মৃত রুব্বান বেগম সাং-নিন্দ্রাচর, এমতাজ হাজী বাড়ী, ৬নং ওয়ার্ড, থানা-তালতলী, জেলা-বরগুনা, বর্তমানে-ওয়াসিম চৌধুরী পাড়া, কাস্টমস বিল্ডিং, গোলাম মোহাম্মদ চৌধুরী কমিশনার বাড়ীর পাশে, ৩৮নং ওয়ার্ড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, ৩। শেখ মোঃ আব্দুল্লাহ প্রকাশ বাদল (৫০) পিতা-মৃত বাহার মিয়া, মাতা-হোসনে আরা বেগম সাং-চাঁদপুর, আব্দুর রশিদ মাষ্টারের বাড়ী, ৩নং ওয়ার্ড, ৪নং কাদরা ইউপি, থানা-সেনবাগ, জেলা-নোয়াখালী, বর্তমানে-মুরাদ চৌধুরী কলোনী, মধ্যম হালিশহর, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রাম, মোঃ কামাল হোসেন (৩২), পিতা-মৃত আশরাফ আলী হাওলাদার, মাতা-সেতারা বেগম, সাং-চড়াইল, গাজী বাড়ী, ৭নং ওয়ার্ড, ৯নং গরিপুর ইউপি, থানা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর, বর্তমানে-কলসি দিঘীর পাড়, নুর আমিন কন্ট্রাক্টরের বাড়ী, বশির আহাম্মদ রোড, থানা-বন্দর, জেলা-চট্টগ্রাম ।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সিটি নিউজ/ডিটি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.