মার্কিন নীতি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ছিল না: অর্থমন্ত্রী

0

অর্থবাণিজ্য ডেস্ক : ‘গত ৬/৭ বছর মার্কিন নীতি বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক ছিল না’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

জাতিসংঘের অধিবেশন যোগদান এবং বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরে রবিবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও রাশিয়া- এ দুটি দেশের প্রতি মার্কিন নীতিতে বিরূপ মোনাভাব পোষণ করা হয়। তবে এতে বাংলাদেশ অর্থনৈতিকভাবে তেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে না। গত ৭ বছরে আমরা তা প্রমাণ করেছি।’

তবে মার্কিন নীতি নিয়ে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘এটা তাদের নীতি, তাদের বিষয়; এটা নিয়ে বলার কিছু নেই।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.