ফিলিপাইনে ঘূর্ণিঝড় ‘কপু’ পূর্বাভাস, বন্যার আশঙ্কা

0

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার সকাল নাগাদ দেশটিতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘কপু’। এর ফলে দেশটিতে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং ভয়াবহ বন্যা দেখা দিতে পারে।

দেশটির প্রেসিডেন্ট বেনিঙ্গো এ্যাকুইনো সতর্ক করে বলেছেন, কপুর আঘাতে একটানা ১২ ঘণ্টা পর্যন্ত মুষলধারে বৃষ্টি হতে পারে।

স্থানীয় কর্তৃপক্ষকে ইতোমধ্যে বন্যাপ্রবণ এলাকা, বিশেষ করে দেশটির উত্তর-পূর্ব উপকূল, থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ফিলিপাইন যখন সুপার টাইফুন হাইয়ানের আঘাত সামলে উঠার চেষ্টা করছে, তখন নতুন করে আঘাত হানতে যাচ্ছে কপু। ২০১৩ সালের নভেম্বর মাসে দেশটিতে আঘাত হানে হাইয়ান। এতে ৬ হাজার ৩০০ লোক নিহত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.