সীতাকুন্ডে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

কামরুল ইসলাম দুলু  :     শারদীয়া দূর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন সমস্যার সমাধানে সীতাকুন্ডে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়েতনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সাবেরি, পৌর মেয়র নায়ক (অবঃ) শফিউল আলম।

সভায় বক্তব্য রাখেন, বারৈয়ার ঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, মুক্তিযোদ্ধা কমান্ডার আলিম উল্ল্যাহ, সীতাকু- মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান, উপজেলা পূজা উৎযাপন পরিষদ সভাপতি রনজিত সাহা, যুগান্তর প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু, বিদ্যুৎ বিতরন ফৌজদার হাট-৩ উপ-সহকারী প্রকৌশলী সোহরাব হোসেন, পৌর কাউন্সিলর মুরাদসহ প্রমূখ।

তাছাড়া কুমিরা ইউপি চেয়ারম্যান জসিম আহম্মদ চৌধুরী, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান নূর উদ্দিন মোঃ জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম, মুরাদপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম বাহার, ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান নূরুল আনোয়ার, সলিমপুর ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ, বাড়বকুন্ড ইউপি চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ, সীতাকুন্ড প্রেস ক্লাবের বের আহবায়ক হেদায়েত উল্লাহ, সাবেক সহ সভাপতি কাইয়ুম চৌধুরী, সদস্য সচিব সুমিত্র চক্রবর্তী, আ’লীগ নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ জাফর আলম, ফরিদ চৌধুরী সহ অন্যান্য সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সীতাকুন্ড আইন শৃংখলা বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে। হাইওয়ে রোডে সিএনজি অটোরিক্সা বন্ধ করে দেয়ায় যাত্রীরা চলাচলে মারাত্বক সমস্যায় পরেছেন বলে অবগত আছেন। কিন্তু দুঃখের বিষয় হাইকোর্টের নিষেধাক্কা থাকায় সিএনজি অটোরিক্সা চলাচলে অনুমদোন দেয়া যাচ্ছে না। সীতাকুন্ডের প্রতিটি ইউনিয়নের পূজা মন্ডবে নিরাপত্তা দেওয়ায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। সীতাকুন্ডে যে কোন সমস্যায় তিনি ব্যক্তিগত ভাবে দেখবেন বলে আশ্বাস দেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.