নতুন সরকারকে সহায়তার ঘোষণা সেনাবাহিনীর

0

আন্তর্জাতিক ডেস্ক :: মিয়ানমারের নির্বাচনে বিজয়ী অং সান সু চির এনএলডির (ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি) ভবিষ্যত সরকারকে সহায়তার কথা ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। সেনাপ্রধান মিন অং হ্লাইং বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। খবর বিবিসি ও আলজাজিরার।

বিবৃতিতে হ্লাইং বলেন, ‘নির্বাচনপরবর্তী সময়ে নতুন সরকারকে সাধ্যমত সহায়তা করবে সেনাবাহিনী।’এর আগে দেশটির প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান থেইন সেইন এনএলডির বিজয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানিয়েছেন বর্তমান সেনাপ্রধানও।

দেশটির প্রেসিডেন্ট ও সেনাপ্রধান উভয়েই এনএলডির আহ্বানে সাড়া দিয়ে জাতীয় ঐক্যের আলোচনায় বসতে সম্মত হয়েছেন। এনএলডির পক্ষ থেকে উভয়কে আলোচনায় বসতে চিঠি দেওয়া হয়েছিল।

এখনও অবশ্য মিয়ানমারের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়নি। গত রবিবার অনুষ্ঠিত ওই নির্বাচনের প্রকাশ ৪৭ শতাংশ ফলেই দেখা গেছে জাতীয় সংসদে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে মাত্র ৩৮টি আসন বাকি রয়েছে এনএলডির।

দেশটির জাতীয় সংসদের ৬৬৪টি আসনের মধ্যে ৪৯১টি ভোট অনুষ্ঠিত হয়। বাকি আসনগুলো সেনাবাহিনীর জন্য সংরক্ষিত।
এনএলডি সরকার গঠন করলেও আইন অনুযায়ী প্রেসিডেন্ট হতে পারবেন না নোবেলজয়ী সু চি। তবে প্রেসিডেন্টের ওপরে থেকে দেশ চালনার ঘোষণা দিয়েছেন এই নেত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.