আজ সন্ধ্যায় একই মঞ্চে ন্যান্সি-অনুপম

0

বিনোদন ডেস্ক :: নিজস্ব গায়কীতে দেশের সঙ্গীতাঙ্গনে নিজেকে আলাদাভাবেই প্রতিষ্ঠিত করেছেন নন্দিত সঙ্গীতশিল্পী নাজমুন মুনীরা ন্যান্সি। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির নবরাত্রি হলে ‘দুই বাংলার গান’- শীর্ষক কনসার্টে গাইবেন ন্যান্সি। একই মঞ্চে কলকাতার জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের পারভেজ গান গাইবেন।

সোমবার দুপুরে ন্যান্সি বলেন, ‘কনসার্টের জন্য প্রস্তুতি নিচ্ছি। সেখানে চেষ্টা করব দর্শকের ভাল লাগার গানগুলো করতে। সেভাবেই পরিকল্পনা সাজিয়েছি। আশা করি ভিন্ন রকম আনন্দ পাবেন দর্শক-শ্রোতা।’

অনুপম ও ন্যান্সি গাইবেন একই মঞ্চে। এ নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয়েছে দেশের সঙ্গীতাঙ্গনে। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘অনুপম অনেক বড় শিল্পী। আমি তার গান পছন্দ করি। গানের কথা, গায়কী সব মিলিয়ে মুগ্ধ করার মত শিল্পী অনুপম। অন্যরকম একটা সন্ধ্যা উপভোগ করবেন দর্শক-শ্রোতা। আমিও প্রস্তুত দর্শকের সঙ্গে সেই মুহূর্তটি উপভোগ করার জন্য।’

এই কনসার্টে অংশ নিতে রবিবার সকালেই অনুপম তার ব্যান্ডের সদস্যদের নিয়ে ঢাকায় এসেছেন। আয়োজক সূত্রে জানা গেছে, কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৭টায়। প্রথমে গাইবেন পারভেজ। পরে ন্যান্সি এবং সবশেষে গাইবেন অনুপম।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.