নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১০

0

আন্তর্জাতিক ডেস্ক :: নাইজেরিয়ার কানো শহরে গত শুক্রবার শিয়া সম্প্রদায়ের একটি শোভাযাত্রায় আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে।

দ্য ইসলামিক মুভমেন্ট অব নাইজেরিয়ার সমর্থকরা কানো থেকে জারিয়া মার্চ করে হেঁটে যাওয়ার পথে দাকাসয়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আশুরার ৪০তম দিন উপলক্ষ্যে ওই শোভাযাত্রা বের করা হয়।

দুর্ঘটনাস্থলে রয়েছেন কানো রাজ্যের পুলিশ কমিশনার। তবে তিনি আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা উল্লেখ করেননি।স্থানীয় শিয়া নেতা মোহাম্মদ তুরি নিহতদের সংখ্যা ২১ বলে উল্লেখ করেছেন।

শোভাযাত্রার আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, দুই ব্যক্তি এ হামলা পরিচালনা করে। এর মধ্যে একজনকে আটকে ফেলে উপস্থিত জনতা। আটক ব্যক্তি জানিয়েছে, বোকো হারামের পক্ষ থেকে তাকে হামলার জন্য পাঠানো হয়েছে।

হামলাকারী তরুণদের বোকো হারামের সদস্যদের অপহরণের শিকার বলেও জানিয়েছেন এক আয়োজক। তিনি জানান, দেশটির বিভিন্ন অঞ্চল থেকে অপহরণ করা ওই তরুণদের দিয়ে হামলা পরিচালনা করছে বোকো হারাম। ঘটনার ১১ দিন আগে তারা ঘটনাস্থলে ওই তরুণদের পাঠায়।
খবর আলজাজিরার।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.