সীতাকুণ্ড পৌর-নির্বাচনে মেয়র পদে ৬, কাউন্সিলর প্রার্থীদের মনোনয়ন জমা

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: সীতাকুণ্ডে পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে নাটকতা শেষ হল। বৃহস্পতিবার উপজেলা রিটার্নিং অফিসার (ইউ.এন.ও) নাজমুল ইসলাম ভূঁইয়ার কাছে মনোনয়ন পত্র জমা দেন ৬ মেয়র প্রার্থী ।

তারা হলেন আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বদিউল আলম, বিএনপি থেকে মুক্তিযোদ্ধা আবুল মুনছুর, জাতীয় পাটি থেকে আলহাজ্ব নুর নবী ভুইয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র নায়েক সফিউল আলম, তৌহিদুল হক চৌধুরী, সিরাজ উদ-দৌলা ছুট্টু এবং পৌরসভা জামাতের আমীর তৌহিদুল হক চৌধুরীর পক্ষে মনোনয়ন পত্র জমা দেন তার স্ত্রী ।

এছাড়া কাউন্সিলর পদে জমা পড়ে ৪৫ জন পুরুষ প্রার্থী ও ০৭ জন মহিলা প্রার্থীর মনোনয়ন পত্র। দলী প্রার্থীর তাদের সমর্থকদের নিয়ে উৎসাহ উদ্দিপনার সাথে প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেয়। সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ অঙ্গন থাকে লোকে লোকারন্য। আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতীকের পক্ষে প্রার্থীর সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইছাহাক, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল বাকের ভুইয়া, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিউদ্দিন বাবলু, আওয়ামীলীগ নেতা মোঃ ইদ্রিচ,চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের পক্ষে ছিলেন বিএনপি নেতা ইকবাল হোসেন, আশরাফ হোসেন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের পক্ষে প্রার্থীও সাথে ছিলেন উত্তর জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সফিউল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল আলম, উপজেলা সভাপতি রেজাউল করিম বাহার,সাধারণ সম্পাদক রফিকুল আলম প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.