সীতাকুণ্ডে মাসব্যাপী মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠান উদ্ভোধন

0

সীতাকুণ্ড প্রতিনিধি :: মহান বিজয় দিবস উৎযাপন উপলক্ষে সীতাকুণ্ডে শিক্ষা প্রতিষ্ঠানে মাসব্যাপী মুক্তিযোদ্ধের স্মৃতিচারণ অনুষ্ঠানের উদ্ভোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছোট কুমিরা লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজে মাসব্যাপী এ স্মৃতিচারণ অনুষ্ঠানের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমূল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে ও কলেজের ইংরেজী বিভাগের অধ্যাপিকা পারভীন আক্তারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডার মো.সাহাব উদ্দিন,ডেপুটি ইউনিট কমান্ডার এ কে এম সরওয়ার কামাল, চ্যানেল আই চট্টগ্রাম ব্যুারো প্রধান চৌধুরী ফরিদ। সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আলিম উল্ল্যা, লতিফা সিদ্দিকী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিমুল বড়–য়া,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সানা উল্ল্যাহ,মুক্তিযোদ্ধা রফিক,আবুল মুনছুরসহ প্রমূখ।

সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন,বর্তমান প্রজন্মকে মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস ও মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাঁথা সাফল্যর কথা জানতে দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর মাঝে মুক্তিযোদ্ধের ইতিহাস তুলে ধরতে শিক্ষকদের অনুরোধ জানান। মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস অনুকরনে নিয়মিত স্কুলের পাঠ্যসুচির পাশাপাশি প্রতিনিয়ত মুক্তিযোদ্ধের ইতিহাস ভিত্তিক বই পড়তে ছাত্রছাত্রদের আহব্বান জানান।”

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.