জয় পেতে মরিয়া আ’লীগ, ছাড় দেবে না বিএনপি

0

কল্যাণ বড়ুয়া মুক্তা, বাঁশখালী : বাঁশখালী পৌরসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে নির্বাচনী তৎপরতা ততই বেড়ে চলছে। বাঁশখালী পৌরসভার মেয়র পদে বিজয়ী হতে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের তৎপরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীদের পাশাপাশি মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা বাঁশখালী পৌর এলাকার সর্বত্রে চষে বেড়াচ্ছে। তারা যেকোন মুহুর্তের বিনিময়ে বাঁশখালী পৌরসভার মেয়র পদে আ’লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা সেলিমুল হক চৌধুরীকে বিজয়ী করতে মরিয়া হয়ে উঠেছে। আওয়ামলীগ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে অসংখ্য গ্রুপে বিভক্ত হয়ে বাঁশখালী পৌরসভা এলাকার সর্বত্র চষে বেড়াচ্ছে। অপরদিকে বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীয় নেতাদের আগমন না হলেও তারা স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সর্বত্র প্রচার-প্রচারনা অব্যাহত রেখেছে।

পৌরসভা নির্বাচনে ১১টি কেন্দ্রে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করলেও সব গুলো কেন্দ্র প্রশাসনের নিয়ন্ত্রণে থাকায় কোন কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে নিতে চাচ্ছে প্রশাসন। তারপরেও সাধারণ ভোটাররা জলদী ভাদালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর জলদী হলস্যা পাড়া প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ আস্করিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদ্রাসা, দোসারী পাড়া এবতেদায়ী মাদ্রাসাকে সামান্য ঝুঁকিপূর্ণ হিসেবে নিচ্ছে সাধারণ ভোটাররা। তবে প্রশাসন এসব কেন্দ্রকে কোন অবস্থাতেই আইন শৃংখলা অবনতি হতে দেবে না বলে কঠোর হস্তে ব্যবস্থা নিচ্ছেন। এ ব্যাপারে বিএনপি’র মনোনীত প্রার্থী সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোছাইনী বলেন নেতাকর্মী নয় জনগণই আমার কাছে প্রধান শক্তি।b1a4fb64-fb9f-4937-b3cc-9adb96daafb8

আমি একাই জনগণের কাছে গিয়ে তাদের একজন কর্মী হিসেবে ধর্ণা দিতে চাই। তিনি বলেন কোন অঘটন না হলে তার বিজয় কেউ ধমিয়ে রাখতে পারবে না। তাছাড়া তাদের নেতাকর্মীরা পৌরসভায় তাদের অবস্থান নিশ্চিত করতে পূর্ণ শক্তি নিয়ে মাঠে নেমেছে। আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা বর্তমান সরকার দেশে যে উন্নযন কর্মকান্ড করছে তার ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামীলীগ প্রার্থীর বিজয় নিশ্চিত হলে বাঁশখালী পৌরসভা আধুনিক পৌরসভায় পরিণত হবে। যদি বাঁশখালীতে বিএনপি’র প্রার্থী মেয়র নির্বাচিত হয় তাহলে আশানুরূপ উন্নয়ন বঞ্চিত থাকবে বাঁশখালী। বর্তমান সরকার ক্ষমতায় থাকলেও আওয়ামীলীগ নেতাকর্মীদের যেভাবে ঐক্যবদ্ধ ভাবে প্রচার-প্রচারণায় জোরালো ভূমিকা রাখা প্রয়োজন সেভাবে তারা অংশ নিচ্ছেনা বলে জানান আ’লীগ সমর্থকরা।

তাদের মতে আওয়ামীলীগ নেতাকর্মীদের গা ছাড়া ভাব নির্বাচনে বিরূপ প্রভাব পড়তে পারে। গতকাল দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দীন আহমদের নেতৃত্বে দক্ষিণ জেলা আওয়ামীলীগ, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে বিশাল কর্মী বাহিনী নিয়ে পৌর এলাকার রংগিয়াঘোনা আস্করিয়া পাড়া, ভাদালিয়া, চুম্মার পাড়া সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ সহ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের জন্য আওয়ামলীগ মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার জন্য আহবান জানাচ্ছে। এ সময় আওয়ামলীগ নেতা খোরশেদ আলম, আবদুল গফুর, আবু জাফর, সৈয়দুল মোস্তফা চৌধুরী রাজু, বিকাশ রঞ্জন ধর, মাহবুবুর রহমান শীবলী, সীমান্ত তালুকদার, আবু ছৈয়দ, শ্যামল দাশ, রেহানা আক্তার কাজেমী, মোজাম্মেল হক সিকদার, তাজুল ইসলাম, মুজিবুল হক, নীলকন্ঠ দাশ, তোফাইল বিন হোছাইন, হামিদ উল্লাহ, এমরানুল হক ইমরান, ফয়সাল জামিল চৌধুরী সাকি, ফাহিম চৌধুরী, রাকেশ দাশগুপ্ত, সাহাব উদ্দিন সহ আওয়ামলীগ, যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অপরদিকে বিএনপি’র উপজেলা ও জেলা পর্যায়ের নেতাকর্মীরা বাঁশখালী পৌর এলাকার হলস্যার পাড়া, চুনতি পাড়া, কাজী পাড়া, রুহুল্লা পাড়া এলাকায় বিএনপি’র মনোনীত প্রার্থী কামরুল ইসলাম হোছাইনী সহ অপরাপর নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ করেন।

এদিকে বাঁশখালী পৌরসভায় নির্বাচনে এবার ১১টি ভোট কেন্দ্রে ১২ হাজার ১শ ৪৭ জন পুরুষ ভোটার এবং ১১ হাজার ৬শ ৪৬ জন মহিলা ভোটার ভোট প্রদান করছেন। বাঁশখালী পৌরসভার ১১টি ভোট কেন্দ্রের মধ্যে জলদী ভাদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথে ২ হাজার ৭শ ২০ জন, জলদী কেয়াং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ২শ ৬৯ জন , উত্তর জলদী হলস্যা পাড়া রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ে ৩টি বুথে ১ হাজার ৩৪ জন, বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭টি বুথে ২ হাজার ৭শ ৩৬ জন, পূর্ব জলদী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬টি বুথে ২ হাজার ৩শ ২৯ জন, রুহুলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি বুথে ২ হাজার ৬শ ৫৮ জন, উত্তর জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭টি বুথে ২ হাজার ৪শ ৭৮ জন, দক্ষিণ জলদী আস্করিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮টি বুথে ২ হাজার ৯শ ৪৯ জন, দক্ষিণ জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি বুথে ৩ হাজার ৪৪ জন, রংগিয়াঘোনা মনছুরিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ২শ ২০ জন, দোসারী পাড়া ইবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে ৪টি বুথে ১ হাজার ৩শ ৫৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।11d3b9fe-5db0-490b-9b0b-23d6c89d3028

নির্বাচনে অংশগ্রহণকারী কাউন্সিলররা এখন দিনরাত শুধু নিজ এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে তাদের ভোট কামনা করছে। যারা বিগত দিনে দায়িত্বে ছিলেন তারাও অতীতের সকল ভুল ভ্রান্তি ভুলে নতুন করে কাজ করার সুযোগ দানে প্রার্থনা জানাচ্ছে। এদিকে সংরক্ষিত ও সাধারণ আসনের কাউন্সিলর প্রার্থী হলেন, ১নং ওয়ার্ডে সারবান তাহেরা ফেরদৌসী (ভ্যানিটি ব্যাগ), ফাতেমা বেগম (গ্যাসের চুলা), রুজিনা আক্তার (মৌমাছি), হামিদা বেগম (কাঁচি), সাবরিনা সুলতানা চৌধুরী (আঙ্গুর), ২নং ওয়ার্ডে নিলুফা আক্তার (আঙ্গুর), রোজিনা সুলতানা (কাঁচি), ঝর্ণা সুশীল (হারমোনিয়াম), ৩নং ওয়ার্ডে ছাদেকা নুর খানম বিউটি (কাঁচি), নারগিস আক্তার (আঙ্গুর), সাধারণ আসনে ১নং ওয়ার্ডে মোঃ আনিস (ডালিম), আবদুর রহমান (উট পাখি), নজরুল ইসলাম (টেবিল ল্যাম্প), মোঃ আবদুল হাকিম (পাঞ্জাবী), ২নং ওয়ার্ডে মিলন বড়ুয়া (ডালিম), তপন কান্তি বড়ুয়া (পাঞ্জাবী), হারুনুর রশিদ (উট পাখি), উত্তম কুমার বড়ুয়া (টেবিল ল্যাম্প), ৩নং ওয়ার্ডে মানিকুল আলম (ডালিম), আবদুল অদুদ লেদু (উট পাখি), আনছুর আলী (ব¬াক বোর্ড), ফিরোজ শাহী (টেবিল ল্যাম্প), জমশেদ আলম (ফাইল কেবিনেট), এইচএম মিজানুর রহমান (ব্রিজ), মৌলভী ছাবের আহমদ (ঢেরশ), ৪নং ওয়ার্ডে মোঃ শামশুল ইসলাম হেলাল (পানির বোতল), নুরুল আবছার (পাঞ্জাবী), ছৈয়দ আহমদ (ডালিম), মোঃ আজগর হোসেন (উট পাখি), ৫নং ওয়ার্ডে নজরুল কবির (পাঞ্জাবী), রেজাউল করিম কালু (ডালিম), মোঃ ইছহাক (উট পাখি), মোঃ আলীমুল্লাহ (গাজর), ৬নং ওয়ার্ডে দিলীপ চক্রবর্ত্তী (টিউব লাইট), আক্তার হোসেন (ব্রিজ), সুদেব চন্দ্র সুশীল (পাঞ্জাবী), পুলিন শীল (ডালিম), ৭নং ওয়ার্ডে মোঃ হারুন (পাঞ্জাবী), মোঃ কিবরিয়া আজম (উটপাখি), ৮নং ওয়ার্ডে প্রণব কুমার দাশ (উট পাখি), ব্যোমপতি দাশ (পাঞ্জাবী), বাবলা কুমার দাশ (ডালিম), বিকাশ চন্দ্র দেব (টেবিল ল্যাম্প), ৯নং ওয়ার্ডে মোঃ জসিম উদ্দিন (গাজর), বদিউল আলম (ডালিম), দেলোয়ার হোসেন (পাঞ্জাবী), বিপন কান্তি বড়ুয়া (উট পাখি), মোঃ মহিবউল্লাহ (পানির বোতল)। বাঁশখালী পৌরসভা নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বাঁশখালী পৌরসভার নির্বাচনকে ঘিরে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে সম্পাদনের প্রশাসনিক কর্মকর্তারা ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে এবং নির্বাচনে বিশৃংখলা সৃষ্টি হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তারা। পৌরসভা নির্বাচনে মহিলা ও পুরুষ কাউন্সিলর প্রার্থীরা নিজেদের বিজয় নিশ্চিত করার জন্য রাতদিন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে।

…………..জেএম/সিটিনিউজবিডি

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.