চন্দনাইশ বরমা কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাংসদ নজরুল

0

চন্দনাইশ প্রতিনিধি  :   চন্দনাইশ উপজেলার বরমা ডিগ্রী কলেজে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজ উদ্বোধন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি। গত ১ জানুয়ারি কলেজের অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবিব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বলেন, বর্তমান সরকার গণবান্ধবতো বটেই, শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত আন্তরিক। বরমা ডিগ্রী কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করছে সরকার।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌরসভার নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মাহবুবুল আলম খোকা, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সিজিবি সদস্য হাবিবুর রহমান চেয়ারম্যান, বরমা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, কলেজ জিবির সদস্য আবু তাহের খান, শহিদুল আজম কাজমী সাহেদ, মোহাম্মদ হারুন সওদাগর ও আবদুল কুদ্দুস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফরিদুল আলম কুতুবী, সাবেক জিবি সদস্য আহসান ফারুক, ক্যাপ্টেন ফয়সাল আজিম, অধ্যাপক বিন্দু মোহন দাশ, অধ্যাপক জসিম উদ্দিন, অধ্যাপক আনিসুল মালেক, অধ্যাপক সালমা আহসান, প্রদর্শক তপন সুশীল, রূপন কুমার নাথ, রাজনীতিবিদ কাজী সাইফুল ইসলাম সোহেল, জাবেদ মো: গউছ মিল্টন, গাজী সালাউদ্দিন, সুব্রত বড়–য়া, কৃষ্ণ চক্রবর্তী, আসহাব উদ্দিন হিরু প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.