বরমা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

0

চন্দনাইশ প্রতিনিধি  :       চন্দনাইশ উপজেলার বরমায় শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের ৬৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। শেখ রাসেল স্মৃতি সংসদ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আহ্বায়ক আসহাব উদ্দিন হিরুর সভাপতিত্বে ও আরমান উদ্দিন রাজিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হেনা ফারুকী। সভায় বক্তব্য রাখেন- উপজেলা য্বুলীগ নেতা নাজিম ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হারুন সওদাগর, আবু জাফর মেম্বার, আবদুর রহিম, নাজিম ভূইয়া, এসএম সেলিম, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা জামশেদুল ইসলাম বখতিয়ার, নেতা সায়েম, এএসআই মিন্টু, মো: মহিউদ্দিন, জানে আলম, কুতুব উদ্দিন, সংগঠনের সদস্য সচিব মো: শাহাদাত বিন ইসলাম জিকু, ছাত্রলীগ নেতা তৌফিক, উপজেলা যুবলীগ নেতা মো: ইউনুচ, উপজেলা ছাত্রলীগ নেতা মো: টিটু, আমিন খসরু রুবেল, মামুনুর রশিদ, আলাউদ্দিন খান, প্রকাশ দাশ বালি, মাহমুদুল হাসান, নাজিম উদ্দিন, আকতার হোসেন, জুয়েল, রিমন সেন, আরিফুল ইসলাম, মামুন, তাসিফ ইকবাল প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে উন্নত ও মধ্য আয়ের রাষ্ট্রে পরিণত করছে। দেশকে সন্ত্রাস, ক্ষুধা, দারিদ্রতা ও সাম্প্রদায়িকতামুক্ত করে বহির্বিশ্বের মডেলে রূপান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.