কর্ণফুলী শিকলবাহায় সেলাই প্রশিক্ষণ উদ্বোধন

0

কর্ণফুলী প্রতিনিধি  :     মেট্রোপলিটন কর্ণফুলী থানাধীন ও পটিয়া উপজেলার ৩নং শিকলবাহা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কালাম বকুলের ব্যবস্থাপনায় ও নারী প্রগতি সংস্থা ‘সুকন্যা’র আয়োজনে মাসব্যাপী বিনামূল্যে সেলাই (দর্জি) প্রশিক্ষণ কোর্স ১০ জানুয়ারি রোববার উদ্বোধন করা হয়। সুকন্যা’র পরিচালক, জেলা জয়িতা পুরষ্কারপ্রাপ্ত নারী খালেদা বেগমের সভাপতিত্বে ও বাবলী দেবীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিকলবাহা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. আবুল কালাম বকুল। বিশেষ অতিথি ছিলেন ইউপি মেম্বার রাজিয়া সুলতানা, মো. আশরাফ আলী, ওসমান হোসাইন, সৈয়দ শিবলী ছাদেক কফিল, রেহেনা আক্তার, আয়েশা আক্তার ডলি, হাজী জসিম উদ্দিন, মুহাম্মদ জসীম উদ্দীন, ইউপি সচিব প্রণব কান্তি পাল, মামুনুর রশিদ, এমদাদুল হক নাঈম, ডলি আক্তার, জান্নাতুন নাঈম, শেলীনা আক্তার শেলী, হোসনে আরা বেগম, আরিফ সালেহ তুহিন, নঈম উদ্দিন, আবদুল খালেক জুয়েল, ডলি আক্তার প্রমুখ। এতে দুই শিফটে ১০০ শিক্ষিত বেকার মহিলা অংশ নিচ্ছেন।
সভায় বক্তারা বলেন, নারী সমাজের জীবনযাত্রা উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা বাস্তবায়নে নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। এ জন্য আত্মকর্মসংস্থানমূলক ও কারিগরি শিক্ষা খুবই প্রয়োজন। এই ধরণের সেলাই প্রশিক্ষণ এলাকার প্রগতি বয়ে আনতে পারে। সুকন্যার মত নারী সংস্থাগুলো নারী ও সমাজবান্ধব হিসেবে কাজ করে। তাদের প্রতি সকলের সহযোগী হওয়া উচিত।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.