চন্দনাইশ শুক্লাম্বর দীঘির মেলা শুক্রবার

0

 চন্দনাইশ প্রতিনিধি  :     দেশের অন্যতম প্রাচীন ও সনাতন ধর্মীয় ঐতিহ্যবাহী তীর্থস্থান দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নস্থ শ্রী শ্রী শুক্লাম্বর দীঘির মেলা ও পূণ্যস্নান আগামী ১৫ জানুয়ারি ২০১৬, শুক্রবার অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সম্প্রতি বরমা বাইনজুরীস্থ শ্রী শ্রী শুক্লাম্বর পীঠ মন্দিরাঙ্গানে দীঘি উন্নয়ন কমিটির এক সাধারণ সভা শ্রী শ্রী শুক্লাম্বর দীঘির মেলা কমিটির সভাপতি রতন কান্তি দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পরিমল দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ৫নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেলা কমিটির সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। বক্তব্য রাখেন সাবেক সভাপতি মাস্টার বিজন ভট্টাচার্য্য, দীপক দেব, সুবল তালুকদার, আশীষ দেব, মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, মিলন দেব, নৃপেন্দু দত্ত, মধুসূদন দত্ত, রতন কুমার সেন, তরুণ দেব, বাদল ধর, তপন দেব, নারায়ণ ধর, ঋষু মহাজন, অঞ্জন দেব, রাজু দেব ছোটন, অসীম ভট্টাচার্য্য, রতন দেব প্রমুখ। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল ও সমাজ সেবক সজল বড়ুয়া।

Shuklambar Mandir News-1
সভায় পীঠ স্থানের বিভিন্ন উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও প্রশাসনিক বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা আসন্ন বার্ষিক মেলা ও পূণ্যস্নান উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলামকে পুনরায় সভাপতি ও হারাধন দেবকে সিনিয়র সহ-সভাপতি ইউপি মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্যকে সাধারণ সম্পাদক ও আশীষ দেবকে কোষাধ্যক্ষ করে ২১ সদস্য বিশিষ্ট বার্ষিক শ্রী শ্রী শুক্লাম্বর দীঘির মেলা ও পূণ্যস্নান উদযাপন পরিষদ ২০১৬ গঠন করা হয়। সভায় প্রধান অতিথিকে বিগত সময়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানানো হয় এবং পরে দীঘি উন্নয়ন কমিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.