ভবনের সানশেড ধসে মিস্ত্রীর মৃত্যু

0

কামরুল ইসলাম দুলু: সীতাকুণ্ডে নির্মানাধীন ভবনের সেন্টারিং খোলার সময় সানশেড পড়ে মো. সেলিম(৪২)নামে এক রাজ মিস্তিরীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার সলিমপুর বাংলাবাজার পূর্ব চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মিস্তরী বরগুনা জেলার আমতলি থানার মৃত মুনসুর বয়াতির পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়,সলিমপুর চৌধুরী বাড়ির মো.কামালের সেমিপাকা ঘরের কন্টাক নিয়ে কাজ করছিলেন মিস্তরী সেলিমসহ তার সহপাটিরা। গত ৫দিন আগে ঘরের সানশেডর কাজ শেষ করে। সাধারণত সানশেড ডালাই দেওয়ার ১৫দিনের মধ্যে সেন্টারিং খুলতে হয়।

কিন্তু মিস্তরি সেলিম নিয়ম না মেনে সকালে সেন্টারিং খুলতে গেলে সানশেড পড়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সীতাকুণ্ড থানার এস আই মো.ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,অসাবধানতাবশত কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.