সীতাকুন্ডে অবৈধ স্থাপণা উচ্ছেদ

0

সীতাকুন্ড প্রতিনিধি :  চট্টগ্রামের সীতাকুন্ডে উপজেলাধীন সুলতানা মন্দির এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গড়ে উঠা ২৫টি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়েছে। এ সময় অবৈধ কালো তেল ডিপো মালিকের কাছ থেকে এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া মহাসড়কের পার্শ্ববর্তী দখলকৃত সরকারি জায়গা ভরাটের সময় ভরাট কাজে ব্যবহৃত ট্রাক ও প্রায় ১৯ লক্ষ টাকার মাটি জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলমের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহবুব আলম জানান, “কিছু প্রভাবশালী লোক পেশি শক্তির জোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জায়গা দখল করে রাতারাতি এসব অবৈধ স্থাপণা গড়ে তুলেছে। অভিযান চলাকালে মহাসড়কের পার্শ্ববর্তী ছোট,বড় প্রায় ২৫টি অবৈধ স্থাপণা উচ্ছেদ পাশাপাশি প্রায় কোটি টাকা মূল্যের ৫০ শতক জায়গা দখলমুক্ত করা হয়েছে। এছাড়া সরকারি জায়গায় ভরাট কাজে ব্যবহৃত প্রায় ১৯ লক্ষ টাকার মাটি জব্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.