বাংলাদেশের অভ্যন্তরে বিএসএফের অবৈধ প্রবেশ, হামলা

0
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন অমান্য করে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে বাংলাদেশী দুই বাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর টেবিল চেয়ার ও টিনের ঘর ভাংচুর করেছে। বুধবার গভীর রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডলের উচাটারী গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানায়, বুধবার গভীর রাতে একদল গরু ব্যবসায়ী আন্তর্জাতিক ৯২৯/৫ এস পিলারের নিকট দিয়ে গরু আনতে কাটাঁতারের নিকটে গেলে ভারতীয় ১২৪ বিএসএফ খারিদা হরিদা বিওপি’র ১২/১৪ জন বিএসএফ সদস্য অস্ত্র উচিয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করে গোরকমন্ডলের উচাটারী গ্রামের মৃত খচরা মামুদের ছেলে মোঃ ওসমান (৪৮) ও আশরাফ আলী টাকুয়ার (৫২) বাড়ীতে হামলা চালায়। এ সময় বিএসএফ সদস্যরা গালিগালাজসহ বাড়ীর উঠানের চেয়ার টেবিল ভাংচুর ও টিনের ঘরের বেড়ায় আঘাত করে।

এসময় বাড়ীর লোকজন শোর-চিৎকার শুরু করলে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফকে ধাওয়া করে। পরে বিএসএফ অবস্থা বেগতিক দেখে দ্রুত সেখান থেকে ভারতের দিকে চলে যায়।

এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫ বিজিবি গোরকমন্ডল বিওপি’র হাবিলদার সিরাজ জানান, আমি নতুন এসেছি এখানে। বিষয়টি জানিয়ে জানাবো।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.