সীতাকুন্ড ইউপি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত, হাড্ডাহাড্ডি লড়ায়ের আভাস

0

কামরুল ইসলাম দুলু : সীতাকুন্ড ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্যে গণজোয়ার সৃষ্টি হলেও কোন কোন ইউনিয়নে বিএনপির সাথে হাড্ডাহাড্ডি লড়াই এর সম্ভাাবনা রয়েছে। জানা যায়, আগামী ৩১ মার্চ নির্বাচনের তারিখ যতই ঘনিয়ে আসছে ততই আলোচনা সমালোচনা জোড়ে শোরে বেড়েই চলছে।

প্রত্যেক ইউনিয়নের গ্রামে গঞ্জে, চায়ের দোকান, সেলুন,ফার্মেসীসহ বিভিন্ন দোকানে আড্ডারত ভোটারা শুধু কোন প্রার্থীর স্বভাব -চরিত্র, নৈতিকতা, সামাজিকতা ও শিক্ষাগত যোগ্যতা বেশী ইত্যাদি নিয়েই আলোচনায় লিপ্ত। বিশেষ করে আওয়ামী লীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যানদের মধ্যে অনেকে তাদের পরিষদ পরিচালনায়জনগণের সেবা প্রদানে যোগ্যতা অর্জন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় দক্ষতা দেখানোর ফলে ভোটারা এবারও তাদেরকে নির্বাচিত করতে পারে। আবার কোন কোন ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত তরুণ প্রার্থীদের প্রতি ভোটারদের আকর্ষণ থাকলেও বিএনপি সমর্থিত প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। তবে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব অধ্যাপক মোঃ আসলাম চৌধুরী এফসিএ সীতাকুন্ড উপজেলা বিএনপি ও এর অঙ্গসংঘঠনের ত্যাগী নেতাদেরকে বাছাই করে নির্বাচনে প্রার্থী মনোনীত করে।

ভোটাররা মনে করছে, সুষ্ঠু নির্বাচন হলে অনেক ইউনিয়নে আওয়ামী লীগ ও বিএনপিমনোনীত প্রার্থীদের সাথে হাড্ডাহাড্ডি লড়াই এর মধ্যে দিয়েও আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করার সম্ভাবনা বেশী। কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা এ সংশয় নিয়ে সর্বস্তরের জনগণর মাঝে ভোটাধিকার প্রয়োগকে কেন্দ্র করে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।

এবার আওয়ামী লীগ ও বিএনপি থেকে যারা প্রার্থী তারা হলো- সৈয়দপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান এইছ এম তাজুল ইসলাম নিজামী(আঃলীগ), ইউনিয়ন সহসভাপতি জিতেন্দ্র নারায়ণ দাশ(বিএনপি), বারৈয়াঢালা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব রেহান উদ্দিন রেহান(আঃলীগ), উপজেলা সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ(তরুণদল), মুরাদপুর ইউনিয়ন সেক্রেটারী মোঃ জাহেদ হোসেন বাবু (আঃলীগ), উপজেলা সহসভাপতি মোঃ সালাউদ্দিন সোহেল (যুবদল), বাড়বকুন্ড ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ সাদাকাত উল্ল্যাহ নিয়াজি (আঃলীগ), ইউনিয়ন সভাপতি আবুল কালাম আযাদ(বিএনপি), বাঁশবাড়ীয়া ইউনিয়নে বর্তম্যান চেয়ারম্যান মোঃ শওকত আলী জাহাঙ্গীর(আঃলীগ), ইউনিয়ন সভাপতি ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর ভূঁইয়া (বিএনপি), কুমিরা ইউনিয়ন সেক্রেটারী আলহাজ্ব মোঃ মোরশেদ হোসেন চৌধুরী (আঃলীগ), ইউনিয়ন সভাপতি মোঃ হেলাল উদ্দিন(যুবদল), সোনাইছড়ি ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নুরুদ্দীন মোঃ জাহাঙ্গীর(বিএনপি), ইউনিয়ন সেক্রেটারী মনির আহম্মদ (আঃলীগ), ভাটিয়ারী ইউনিয়ন সভাপতি মোঃ নাজিম উদ্দিন (আঃলীগ), ইউনিয়ন সভাপতি মোঃ খোরশেদ আলম(যুবদল), সলিমপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সালাউদ্দিন আজিজ(আঃলীগ), ইউনিয়ন সেক্রেটারী মোঃ মহিউদ্দিন(বিএনপি)।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.