উখিয়া বিএনপির সম্মেলন: সরওয়ার সভাপতি, সুলতান সম্পাদক নির্বাচিত

0

শহিদুল ইসলাম,উখিয়া (কক্সবাজার): উখিয়ার উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে উপস্থিত কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরীকে সভাপতি, ও উখিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন। গতকাল শনিবার বিকেলে আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি কাজী রফিক উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী।

প্রধান বক্তার বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পিপি এড. শামীম আরা স্বপ্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা বিএনপির সিঃ সহঃ সভাপতি সিরাজুল হক বিএ, কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কেন্দ্রীয় যুবদলের সদস্য এম. মোক্তার আহমদ, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক রাসেল, উখিয়া উপজেলা বিএনপির বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সরওয়ার জাহান চৌধুরী, বিদায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরী, জালিয়াপালং ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যন নুরুল আমিন চৌধুরী, উখিয়া উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল মালেক মানিক, উখিয়া উপজেলা যুবদল সভাপতি ও বিএনপি নেতা হামিদ হোসেন সাগর, উখিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিক, সাধারণ সম্পাদক আরফাত চৌধুরী, সাবেক ছাত্রনেতা ফয়সাল সিকদার টিটু।

অনুষ্ঠান পরিচালনা করেন উখিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যাপক তহিদুল আলম তহিদ। এ সময় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান এসএম শাহ আলম, জেলা বিএনপির সদস্য খাইরুল আলম চৌধুরী, বিএনপি নেতা সাইফুল সিকদার, বাদশা মিয়া চৌধুরী, সাবের কন্ট্রাক্টর, সাবেক চেয়ারম্যান আব্বাস উদ্দিন কন্ট্রাক্টর, উপজেলা শ্রমিক দল নেতা শফি সওদাগর, সাবেক ছাত্রদল নেতা কফিল উদ্দিন আনু প্রমূখ। এ সময় বক্তারা বলেন, সৈরাচারী হাসিনা সরকারের দিন শেষ, আগামীতে বেগম খালেদা জিয়ার বাংলাদেশ। বিগত ৭ বছরে উখিয়ার ১৫ হাজার বিএনপির নেতাকর্মীদের মামলা দিয়ে ঘর ছাড়া করেছে আওয়ামীলীগ। ভবিষ্যতে এ হিসাব কড়াই গন্ডায় নেওয়া হবে। বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহবান জানান। দীর্ঘ ৭ বছর পরে উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশন পুরুষের পাশাপাশি নারী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.