সরকারি টাকা আত্মসাৎ, ৩১ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সিটিনিউজবিডি : ভেড়ামারা-খুলনা গ্যাস সঞ্চালন লাইন স্থাপনে দুর্নীতির দায়ে ৩১ জনের বিরুদ্ধে ১৭টি মামলা করেছে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে সরকারি কোষাগার থেকে ২ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৬৫৯ টাকা দুর্নীতি করে আত্মসাতের অভিযোগ এনে দুদক ১৭টি মামলা করেছে কুষ্টিয়া মডেল থানায়।

মামলায় অভিযুক্তরা হলেন – কুষ্টিয়ার সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বর্তমানে উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ মাগুরায় কর্মরত খন্দকার আজিম আহমেদ, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সিনিয়র সহকারী কমিশনার রাজশাহী মোকলেছুর রহমান, সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা বর্তমান সহকারী কমিশনার (ভূমি) লৌহজং, মুন্সীগঞ্জ আবুল কালাম, সাবেক কানুনগো রেজাউল করিম বর্তমানে অতিরিক্ত ভূমি দখল কর্মকর্তা যশোর এবং দুর্নীতির দায়ে চাকরিচ্যুত সার্ভেয়ার রবিউল ইসলামসহ সহযোগী আরো ২৬ ব্যক্তি।

গত মঙ্গলবার রাতে জেলা কার্যালয় কুষ্টিয়ার উপপরিচালক আব্দুল গফ্ফার চৌধুরী বাদী হয়ে এসব মামলা দায়ের করেন। প্রতিটি মামলায় আত্মসাৎকৃত টাকার পরিমাণ আলাদাভাবে উল্লেখ করেছে দুদক।

মামলার বাদী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে দুদক তদন্ত শেষে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় অভিযুক্ত এসব আসামিকে খুব দ্রুত গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হবে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.