বিএনপি জামায়াতকে ছাড়ার চিন্তাভাবনা করছে?

0

জুবায়ের সিদ্দিকীঃ দেশের চলমান রাজনীতিতে আন্দোলন সংগ্রামে বার বার হোচট খাওয়া বিএনপি এখন জামায়াতকে ছাড়ার চিন্তাভাবনা করছে। বিএনপি নেত্রী খালেদা জিয়াও ঘরে বাহিরের চাপের মধ্যে জামায়াতকে ছাড়ার কথ ভাবছেন বলে সূত্রে জানা যাচ্ছে। রাজনৈতিক জীবনের সবচেয়ে এক কঠিন সময়ের মুখোমুখি হতে হয়নি। জাতীয় আন্তরজাতিক ভাবে বিএনপির নেতৃত্বে এতদিন পশ্চিমাদের উপর নিভরশীল থাকলে এখন সেই পথ থেকে সরে আসছে। জাতীয় ও আর্ন্তজাতিকভাবে বিএনপি নেতৃত্ব এতদিন পরিশ্রমের উপর নির্ভরশীল থাকলেও এখন যে পথ তেকে বয়ে আসছে। ২০০১ সালের নির্বাচনে জামায়াতকে নিয়ে দুই তৃতীয়াংশ জয়লাভ করে ক্ষমতা আসা বিএনপি এখন হাড়ে হড়ে উপলন্ধি করছে স্বাধীনতাবিরোধী দলটি এখন বোঝাই শুধু নয় অভিশাপ হয়ে দাঁড়িয়েগেছে। জামাতের সহিংস রাজনীতি ও যুদ্ধপরাধীর মতো অভিযোগের বোঝা বহন করতে হচ্ছে দলটিকে। এইসব বিষয় নিয়ে ভাবনায় আছে বিএনপি। রাজনৈতিক অনেক সিন্ধাতহীতা ও ভুল রাজনৈতিক কর্মসূচী জনগনের থেকে বিএনপির দুরত্ব বাড়েছে। এদিকে জামাতকে ছাড়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে বিএনপির দুইটি গ্রুপ সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। একটি গ্রুপ মনে করে জামায়াতের সঙ্গে অতীতের মতো সর্ম্পক রাখতে হবে, অন্য গ্রুপটি মনে করে এই দলকে জনগন প্রত্যাখান করেছে তাদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে পথচলা হবে রাজনৈতির মাঠের ব্যর্থতা ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.