গুগলে সন্ত্রাসীদের তালিকা

0

সিটিনিউজবিডিঃ বিশ্বের সেরা অপরাধী দাউদ ইব্রাহিম আর ওসামা বিন লাদেনের সঙ্গে একই কাতারে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই অঘটন সম্ভব হয়েছে গুগল ইমেজ সার্চ ইঞ্জিনের সৌজন্যে। গুগল বিশ্বের শীর্ষ দশ অপরাধীর তালিকা বানাতে গিয়ে এমন এই ভূল করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম। আর এ ঘটনা নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। গুগল ইমেজে গিয়ে বিশ্বের দশ সেরা অপরাধী লিখলেই চলে আসছে মোদির নাম। আর এ তালিকায় ভারতের প্রধানমন্ত্রীর অবস্থান দু নম্বরে। তালিকার শীর্ষ স্থানে রয়েছেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার আল কাপোনে।

এ নিয়ে সমালোচনার ঝড় ওঠেছে ফেসবুক, টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের সবগুলো শাখায়। সব পক্ষই এ ঘটনার নিন্দা করছেন । এই ভুলের জন্য গুগলকে ক্ষমা চাইতে বলেছেন মোদি সমর্থকরা। তবে গুগল বলছে, টেকনিক্যাল সমস্যার কারণে এটি হয়েছে।

অন্যদিকে মোদী বিরোধীরা বলছেন, ২০০২ সালের গুজরাট দাঙ্গার কথা সবাই ভুলে গেলেও গুগলের হিস্ট্রি ইঞ্জিন থেকে মুছে যায়নি। এ কারণেই সন্ত্রাসীদের তালিকায় উঠে এসেছেন মোদী।

এদিকে ভারতের ইংরেজি দৈনিক ‘দা হিন্দু’ জানিয়েছে, এ ভুলের জন্য বুধবার  ক্ষমা চেয়েছে গুগল।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.