সীতাকুন্ডে জন্মাষ্টমী পালিত

0

সীতাকুন্ড প্রতিনিধি : আজ জন্মষ্টমী।যথাযথ ধর্মীয় মর্যাদা, ভাব গাম্বীর্য ও বিপুল আনন্দ উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সারাদেশের মত সীতাকুন্ডেও পালিত হচ্ছে সনাতন সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রীকৃঞ্চের শুভ জন্মাষ্টমী। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে দ্বাপর যুগের শেষভাগে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে শ্রীকৃষ্ণের জন্ম হয়। হিন্দুরা বিশ্বাস করেন কৃষ্ণ ছিলেন স্বয়ং ঈশ্বর। দুষ্টের দমন করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তিনি মানুষের রূপ নিয়ে ধরায় এসেছিলেন। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিনটি পালন করা হচ্ছে প্রতিবছরের মতো এবারও জন্মাষ্টমী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী বের করেছে সীতাকুণ্ড জন্মাষ্টমী উৎযাপন পরিষদ।আজ বেলা ১১ টায় সীতাকুণ্ড পৌরসদর বাজারে এ র্যালী বের করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌরসভার মেয়র আলহাজ্ব বদিউল আলম, আওয়ামীলীগ নেতা রতন মিত্র, প্রদীপ ভট্টাচার্য্য, রুপম চক্রবর্তীসহ শত শত ভক্তগণ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.