কুমিল্লায় ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার ১

0

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের অডিটর আবদুল বারেককে গ্রেফতার করা হয়েছে। পেনশনভোগী অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হিসাব থেকে ১৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে।

সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ কার্যালয়ে চাকরিরত অবস্থায় হিসাবরক্ষণ কার্যালয় ও সোনালী ব্যাংকের কয়েকজন অসাধু কর্মকর্তার যোগসাজশে সরকারি পেনশনভোগীদের হিসাব থেকে ১৬ কোটি ৬ লাখ ২ হাজার ৯৬২ টাকা আত্মসাত করেন আবদুল বারেক। এ বিষয়ে ২০১৫ সালের ১২ অক্টোবর দুদক-কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক নুরুল হুদা বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ ২২ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এ মামলায় অভিযুক্ত আসামি বর্তমানে কুমিল্লা জেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে কর্মরত অডিটর আবদুল বারেককে সোমবার তার কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। দুদক- কুমিল্লা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতারকৃত আবদুল বারেককে দুপুরে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.