সাগরে নৌকাডুবি, ১৩ জেলে নিখোঁজ

0

আনোয়ারা প্রতিনিধি : বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের প্রভাবে আনোয়ারার মাছ ধরার ২ নৌকা ডুবে গেছে। এতে মাঝিসহ ১৩ জেলে নিখোঁজ রয়েছে।

গভীর সমুদ্রে দুর্ঘটনার কবলে পড়ে উপজেলার পূর্ব গহিরা গ্রামের এফবি মঈন উদ্দিন শাহ্ ও এফবি মালেক শাহ্ নামের নৌকা দুটি ডুবে যায়।

তারমধ্যে রবিবার রাতে এফবি মঈন উদ্দিন শাহ্ নামক নৌকাটির মাঝি মাল্লারা কূলে ফিরে আসে। তবে এখনো পর্যন্ত এফবি মালেক শাহ্ এর ১৩ জেলের কোন খোঁজ পাওয়া যায়নি।

এফবি মালেক শাহ্ এর সত্ত্বাধিকারী মো. ইব্রাহিম জানান, দীর্ঘ ২২ দিন বন্ধের পর বৃহস্পতিবার মাছ ধরার উদ্দেশ্যে নৌকাটি সাগরে যায়।

নিম্নচাপের কারণে ঘাটের সব নৌকা ফিরে এলেও আমার নৌকাটি ফিরেনি। এ নৌকায় থাকা ১৩ জেলের মধ্যে এখনো কারো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজ জেলেরা হলেন, মাঝি নুরনবী (৪৩), মো. ফোরকান (৩৮), কালু (৫৫), এবাদুল্লাহ (৪৫), আনোয়ারা (৪২), কালু (২২), আখতার (৫২) ও মো. ছৈয়দসহ (৩৮) অজ্ঞাতনামা আরো ৫জন। এদের সকলের বাড়ি আনোয়ারার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.