সীতাকুণ্ডে বিশেষ অভিযানে অস্ত্রসহ গ্রেফাতার ১৩

0

কামরুল ইসলাম দুলু, সীতাকুণ্ড : সীতাকুণ্ড মডেল থানার অভিযানে অস্ত্রসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত রবিবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানার এসআই এসএম মাইনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে বাবুল প্রকাশ পিস্তল বাবুলকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছে রক্ষিত থাকা একটি দেশীয় এলজি এক রাউন্ড গুলি, উদ্ধার করেছে। পিস্তল বাবুল রুকন উদ্দিন মেম্বারের প্রধান সহকারী বলে এস আই মাইনুল জানান। সে ছলিমপুর ইউনিয়নের ফকির হাট, ফকির পাড়ার নুরুল আলমের পুত্র। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সীতাকুন্ড মডেল থানার মামলা নং- ৫ / তারিখ: ০৭/১১/১৬ইং। সীতাকুন্ড মডেল থানায় বিশেষ অভিযানে ওয়ারেন্ট ভুক্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হল ১। উপজেলার ছলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুর নুর মোহম্মদের পুত্র আবদুর সাত্তার (৪৭), ২। মুরাদপুর উকিলপাড়ার জহরুল হকের পুত্র মন্জুর মোরশেদ (২৩), ৩। কেদার খিল এলাকার রুহুল আমিনের পুত্র সুমন, ৪। মৌলভী পাড়া এলাকার মনির আহম্মদের পুত্র ইসমাইল, ৫। বাড়বকুন্ড ভোলায় পাড়ার নুরুল হাদিসের পুত্র নুরুল হুদা, ৬। পৌর সদরের উ; মহাদেবপুর এলাকার জসিম উদ্দিনের পুত্র হাসান আলী, ৭। পৌর সদরের উ; মহাদেবপুর এলাকার জেবল হোসেনের পুত্র কামাল হোসেন বাবুল, ৮। সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ির মৃত আবুল মুনসুরের পুত্র ইসহাক, ৯। আকিলপুর গ্রামের সফি উল্লাহর পুত্র দেলোয়ার হোসেন, ১০। মুরাদপুর গ্রামের নুরুল ইসলাম প্রকাশ তাজুল ইসলাম পুত্র সহিদুল ইসলাম, ১১। বড়বকুন্ড ইউনিয়নের মৃত: গোলালুর রহমানের পুত্র আবুল কাসেম এবং ১২। ১নং সৈয়দপুর ইউনিয়নের বাঁকখালী গ্রামের মান্নানের পুত্র মাসুদ।
এস আই মাইনুল জানান, পিস্তল বাবুলের কাছে আরও অস্ত্র মজুদ আছে বলে ধারণা করছেন। রিমান্ডের আবেদন করা হবে।
অভিযান জোরদার করা হয়েছে বলে সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইফতেখার হাসান পিপিএম জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.