সরকার জঙ্গিবাদকে খুশি করেছে, মহাসমাবেশের অনুমতি বাতিলে

0

পটিয়া প্রতিনিধি :  ঢাকার সোহরোয়ার্দী উদ্যানের সুন্নি মহাসমাবেশের অনুমতি বাতিলের প্রতিবাদে পটিয়া উপজেলার রাজপথে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা। আজ ১২ নভেম্বর শনিবার সকাল ৯ টা থেকে আহলে সুন্নাত নেতাকর্মীগণ ৩ ঘন্টা ধরে পটিয়ার রাজপথ অবরোধ করে রাখে। উপজেলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাবেশ প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা এম.এ. মাবুদ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জঙ্গিবাদ বিরোধী জাতীয় জাগরণ সৃষ্টির লক্ষ্যে ১২ নভেম্বর ঢাকায় সুন্নি সমাবেশ ঢেকেছিল আহলে সুন্নাত ওয়াল জমাআত সমন্বয় কমিটি। অথচ এই সুন্নি মহাসমাবেশ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে সরকার প্রকারান্তরে জঙ্গিবাদীদেরকেই খুশি করেছে। আহলে সুন্নাত ওয়াল জমাআত কোনো দল বা গোষ্ঠীর লেজুড়বৃত্তিতে বিশ্বাসী নয়।

বর্তমানে বাংলাদেশে ইসলামের নামে চলা মওদুদীবাদ, ওহাবিবাদ ও তবলিগীবাদের খপ্পর থেকে মুসলমানদের ঈমান আকিদা বাঁচানোই আহলে সুন্নাত ওয়াল জমাআতের বড় উদ্দেশ্য। সরকার এই সত্যটি বুঝতে পারেনি। তথাকথিত জঙ্গিবাদীদের প্রভাবিত ভুয়া গোয়েন্দা রিপোর্টের অজুহাত তুলে সরকার সুন্নি মহাসমাবেশ বাতিল করায় দেশের শান্তিপ্রিয় দেশবাসী আজ ক্ষুব্ধ ও হতাশ। বক্তারা ১১ মার্চ ঢাকায় অনুষ্ঠেয় সুন্নি মহাসমাবেশ নির্বিঘœভাবে করার সুযোগ দিতে সরকারের প্রতি জোরালো দাবী জানান।

এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা গাজী মনজুরুল করিম রেফায়ী, দক্ষিণ জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মাওলানা হাফেজ আহমেদ আলকাদেরী, আলহাজ্ব মুহাম্মদ আলী হোসাইন, পীরে তরিকত মাওলানা সামুন রশিদ আমিরী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নেজামী,ু পীরে তরিকত সৈয়দ ইয়ার মুহাম্মদ পেয়ারু, মাওলানা সোলায়মান ফারুকী, শাহজাদা মাওলানা আবদুল কাদের চাঁদমিয়া, মাওলানা আসরারুল হক আনোয়ারী, হযরত আবুল খায়ের সুলতানপুরী এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ সাইফুদ্দীন।

প্রবাসী নেতা মাওলানা আমান উল্লাহ সমরকন্দী, মাওলানা হাফেজ জামাল উদ্দীন খান, মোহাম্মদ ফোরকান। মুহাম্মদ মঈনুদ্দিন কাদেরী ও রফিকুল ইসলাম ওসমানির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন কাজী শাকের আহমেদ চেীধুরী, ডি.আই. এম. জাহাঙ্গীর আলম, কাজী মোহাম্মদ আবু বক্কর, এস.এম ফখরু উদ্দীন, মাওলানা মোহাম্মদ মুছা, মুহাম্মদ মাজাহার হেলাল, মোহাম্মদ আলী খান, আকতার হোসেন, মাওলানা মহিউদ্দীন, মাওলানা মোহাম্মদ ইব্রাহীম, মুহাম্মদ নাজিম উদ্দিন, মাওলানা আবু তাহের ছিদ্দিকি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা নজির আহমদ, মুহাম্মদ আবদুর রব, কাজী মুহাম্মদ ইলিয়াছ, মুহাম্মদ ইয়াছিন, যুবসেনা নেতা এম.এ.জলিল, মঈনুদ্দিন জসিম, আরিফুল হক রানা, মুহাম্মদ সাহাব উদ্দিন, মুহাম্মদ নাঈম উদ্দিন, ছাত্রসেনা নেতা এম.এ রহিম কাদেরী, মুহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, কামরুল ইসলাম, শাকিল উদ্দীন, আমিনুল ইসলাম রুবেল, মুহাম্মদ শাহাদাত হোসেন, মুহাম্মদ জোবায়ারুল হক, মুহাম্মদ সরওয়ার আলম, আসহাব উদ্দিন মুরাদ, মুহাম্মদ ইব্রাহিম প্রমুখ। বক্তারা বলেন, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে মুসলিম জনতার সর্ববৃহৎ জমায়েত ঢাকার সুন্নি মহাসমাবেশ করতে না দেওয়ায় জঙ্গিবাদকে উৎসাহিত করার শামিল। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সরকার জঙ্গিবাদ দমনের নামে সারাদেশে যেভাবে জঙ্গিদের পৃষ্ঠপোষকতা করে আসছে তাতে কোনো ভাবেই জঙ্গি দমন সম্ভব নয়। সকাল ৯ টা হতে দক্ষিণ জেলার প্রতিটি উপজেলা থেকে হাজার হাজার ছাত্র-যুবক জনতা মিছিল সহকারে দক্ষিণ জেলার সমাবেশে যোগদান করে মুহুর্তের মধ্যে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.