১৫ ডিসেম্বর মা হচ্ছেন কারিনা

0

বিনোদন : শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর মা হবেন তিনি। স্বাভাবিক প্রক্রিয়া নয়, সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার সন্তানের জন্ম হবে বলেও ধারণা অনেকের। ইতিমধ্যে তারা সন্তানের নাম রেখেছেন সাইফিনা। কিন্তু ছোট নবাব এক বক্তব্যে পরিষ্কারভাবে জানান, এসব কিছুই ঘটেনি। সব বানোয়াট।

এক বিবৃতিতে সাইফ বলেন, আমরা এখনও সন্তানের মুখ দেখিনি এবং সে ছেলে নাকি মেয়ে তা-ও জানি না। আমাদের সন্তান লন্ডনে হবে না। আর তার নাম অবশ্যই সাইফিনা রাখবো না।

এদিকে অন্তঃসত্ত্বা হলেও স্বাভাবিক জীবনযাপনে তা কারিনার জন্য অন্তরায় হতে পারেনি। এই অবস্থায়ও তিনি বেশ সক্রিয়। বন্ধুদের সঙ্গে পার্টি করছেন, বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন।

কাজপাগল কারিনা হাত-পা গুটিয়ে বসে থাকার মানুষ নন। কিন্তু সাইফ চান তার অর্ধাঙ্গিনী আপাতত বিশ্রামে থাকুন। তাই ৩৬ বছর বয়সী এই অভিনেত্রীকে আপাতত জনসমক্ষে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.