বরমায় শহীদ আব্দুস সবুর খানের শাহাদাত বার্ষিকী পালিত

0

চন্দনাইশ প্রতিনিধি :  মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদ মুক্তিযোদ্ধা (বিমান বাহিনীর তৎকালীন এসএসি-৮০৬৯৯) আব্দুস সবুর খানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে চন্দনাইশ উপজেলার বরমায় বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ-জেয়ারত ও ফাতেহা, স্মারক আলোচনা সভা, তাবারুক বিতরণ, কবরে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদি।

?
?

বরমা ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি ও শহীদ সবুরের বড় ভাই আব্দুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় উপস্থিত আলহাজ্ব মাওলানা আব্দুল মজিদ, অধ্যাপক প্রদীপ নন্দী, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম ভেসফা, সৈয়দ শিবলী ছাদেক কফিল, সমাজ সেবক মো: ওসমান আলী, ছাত্রলীগ নেতা আরমান উদ্দিন রাজিব, যুবনেতা জাহাঙ্গীর আলম, শাহাদাত বিন ইসলাম জিকু, আবিদ হোসেন খান, হাফেজ রাশেদ হোসেন খান, মো: সাহেদ হোসেন খান প্রমুখ।

সভায় বক্তারা শহীদের কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন। তাঁরা তাঁর নামে বরমায় একটি সড়ক (শহীদ আব্দুস সবুর খান সড়ক) নামকরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিভাগের প্রতি আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.