সাংবাদিক আহছানুল হুদা ছিলেন সাংবাদিকতার পথিকৃৎ

0

জাহেদুল হক : ‘সাংবাদিক আহছানুল হুদা ছিলেন মফস্বল সাংবাদিকতার পথিকৃৎ। সকল লোভ-লালসা, রক্তচক্ষুকে উপেক্ষা করে তিনি পেশাগত দায়িত্ব পালন করে গেছেন।’ সোমবার বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্রিয়েটিভ ট্রাস্ট আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব বলেন।

সাংবাদিক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ। প্রধান আলোচক ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ও দৈনিক সমকালের ডিজিএম সুজিত কুমার দাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি শামসুদ্দিন আহমদ চৌধুরী, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, বারশত ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ, বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী, হাইলধর ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, আনোয়ারা সদরের চেয়ারম্যান অসীম কুমার দেব, রায়পুর ইউপি চেয়ারম্যান জানে আলম, অধ্যক্ষ আবদুল খালেক শওকী, প্রধান শিক্ষক আমিরুজ্জমান, মাহমুদুল হক চৌধুরী মিঠু, আবুল কালাম, আনোয়ারা কলেজ ছাত্রলীগের সভাপতি এম নজরুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুশীল ধর প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদার, আনোয়ারা সদর ব্যবসায়ী সমিতির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জাহেদুল হক, সাংবাদিক তৌহিদুল ইসলাম, এম মুনীর চৌধুরী, খালেদ মনছুর, রফিকুল ইসলাম, সুমন শাহ, ডি এইচ মনসুর ও ইমরান এমি।

ক্রিয়েটিভ ট্রাস্টের কো-চেয়ারম্যান এম নুরুল ইসলামের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরশেদ হোসেন। সভায় বক্তারা আনোয়ারা সদরের একটি সড়ক আহছানুল হুদার নামে নামকরণের দাবী জানানো হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.