চন্দনাইশে আল্লামা জালাল উদ্দীন স্মরণে দোয়া মাহফিল

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার প্রাক্তন অধ্যক্ষ এবং চট্টগ্রাম জমিয়তুল ফালাহ্ জাতীয় মসজিদের খতিব অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দীন আলকাদেরী (রহঃ) স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গত ৫ ডিসেম্বর বিকালে চন্দনাইশ সদরস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলার সভাপতি ছাত্রনেতা শাহজাদা নিজামুল করিম সুজন। জাহেদুল হক সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সহ-সভাপতি জননেতা এম.এ মাবুদ। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য জননেতা সৈয়দ আমান উল্লাহ আমান সমরকন্দী।

প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা আলি হোসাইন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এম.এ রহিম কাদেরী, সাহাব উদ্দীন, মহিউদ্দীন, মঈনুদ্দীন, নুরুল ইসলাম হিরু, আমিনুল ইসলাম রুবেল, এনামুল হক, নুরের রহমান রনি, রিদুওয়ান সাজ্জাদ, মুরশেদ, সৈয়দ নুর, এম.এ করিম, মামুন, সাঈদ, আজম, জুননুরাইন, রুবেল, মুরাদ প্রমুখ।

বক্তারা বলেন, মুসলিম বিশ্বের এক ক্রান্তিকাল মূহুর্তে অধ্যক্ষ আল্লামা জালালউদ্দীন আলকাদেরী (রহঃ) এর ইন্তেকাল সমগ্র সুন্নি জগত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে শোক সাগরে ভাসিয়ে মালিকের সান্নিধ্যে উপনিত হয়েছেন।

প্রাতিষ্ঠানিক ও সরকারী বিভিন্ন মুখি দায়িত্ব পালন করে মিল্লাত ও মাজহাবের অতুলনিয় খেদমত আনজাম দিয়েছেন তিনি। জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহকে সুন্নিয়তের প্রাণ কেন্দ্রে পরিণত করেছেন। সুন্নি জনতা উনার মত একজন অভিভাবক হারা হয়েছেন।

মাহফিল শেষে মরহুমের মাগফেরাত কামনার উদ্দ্যেশে দোয়া মোনাজাত করা হয় ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.