বর্তমান সরকার গরীব-দুঃখীর সরকার : এমপি নজরুল

0

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার গরীব-দুঃখীর সরকার। সে লক্ষ্যে ব্যাপক কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের মাঝে টাকা-পয়সা, ঢেউটিন বিতরণ, বন্যায় ক্ষতিগ্রস্থ হলে রাস্তা-ঘাট সংস্কার, চাল-ডাল বিতরণ করে যাচ্ছে। এ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের এমন কোন স্থান নেই, যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।
গতকাল ১৫ ডিসেম্বর সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে চন্দনাইশ পৌরসভার হারলাতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ উপলক্ষে এক সভা নির্বাহী অফিসের সামনে উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মহিলা ভাইস-চেয়ারম্যান শাহনাজ বেগম, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ খন্দকার ফরিদ উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, যথাক্রমে হাবিবুর রহমান, মুজিবুর রহমান, আমিন আহমেদ চৌধুরী রোকন, নুরুল ইসলাম, আহমদুর রহমান, এড. আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, আবদুল্লাহ আল নোমান বেগ, মোরশেদুল আলম, কৃষি কর্মকর্তা লোকমান হোসেন মজুমদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী জহিরুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি নজরুল ইসলাম চৌধুরী এমপি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১১ পরিবারের মাঝে ২ বান্ডিল করে ঢেউটিন, নগদ ৭ হাজার টাকা করে ৭৭ হাজার টাকা, ৩০ কেজি করে চাউল বিতরণ করেন। পরে উপজেলা অডিটোরিয়ামে অতিথিবৃন্দ সমন্বয় সভায় মিলিত হন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.