সীতাকুন্ডে ইকোপার্ক এখন অপরাধীদের স্বর্গরাজ্য, কমে গেছে দর্শনার্থী

0

কামরুল ইসলাম দুলু : সারা বছর জুড়েই অসংখ্য দেশী-বিদেশী পর্যটকদের আনাগোনায় যে স্থানটি মুখরিত হয়ে থাকতো সেই ইকোপার্ক এখন অপরাধীদের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে। সীতাকু-ের ইকোপার্কে অপরাধ প্রবনতা বৃদ্ধি পাওয়ায় ভ্রমণ পিয়াসুদের আগমনও একেবারে কমে গেছে। প্রতিনিয়ত এখানে ঘটছে চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, অপহরনসহ নানাবিধ আপরাধ কর্মকান্ড। দেশের বিভিন্ন জেলা থেকে বেড়াতে আসা দর্শনার্থীরা এখানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। দিনে দিনে এসব ঘটনা বৃদ্ধি পেতে থাকায় ভীত সন্ত্রস্ব হয়ে পড়েছে বনবিভাগের লোকজন ও স্থানীয়রা।

বোটানিক্যাল গার্ডেন ও পার্ক উদ্ভোধনের পর থেকে ইকোপার্ক ও চন্দ্রনাথ ধামে ডাকাতি ও অপহরনকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়ে মৃত্যুর কবলে পড়ছে বহু দর্শনাথীকে। এতসব অপরাধ প্রবনতার পরও প্রসাশনের পক্ষ থেকে কোন ধরনের ব্যবস্হা নিতে দেখা যাচ্ছে না। এসব ঘটনার জন্যপার্কের ইজারাদারই দায়ী বলে অভিযোগ স্থানীয়দের। গত ৬ ডিসেম্বর ইকোপার্ক এলাকায় ডাকাতির সময় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করে পুলিশ। এ সময় উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়কালে ডাকাতসহ ৫ পুলিশ আহত হয়।

এ ঘটনার এক সপ্তাহ না যেতেই গত ১৩ তারিখ গরুসহ ৪ চোরকে দেয় হয় পুলিশে। গরু চুরির ঘটনার তিন দিন পার না হতেই গত শুক্রবার দুপুর ২টায় ইকোপার্ক এলাকায় অপহরনের কবলে পড়ে প্রেমিক যুগল। পরে অপহরনকারীদের ধাওয়া দিয়ে পুলিশে সোপার্দ করে স্থানীয়রা। এছাড়া গত কয়েক মাস পূর্বে বিশ্ববিদ্যালয় এক ছাত্রীকে ধর্ষন করে হত্যা করার কয়েকদিন উদ্ধার করা হয় লাশ। অথচ ইকোপার্ক জুড়ে একের পর এক নানা ঘটনার ঘটে চললেও ঘটনার সাথে জড়িতদের আটকে ব্যার্থ হচ্ছে প্রশাসন।এতে করে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ তৈরী হয়েছে।

এদিকে ইকোপার্কজুড়ে হত্যা,চুরি,অপহরন,ধর্ষন ডাকাতির ঘটনা বৃদ্ধি পাওয়ায় কমে যাচ্ছে দর্শনার্থী আগমন। এ বিষয়ে সীতাকুন্ড মডেল থানার ওসি তদন্ত মোজাম্মেল হোসেন বলেন,‘ ইকোপার্কজুড়ে বিশেষ ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতিমধ্যে ইকোপার্ক এলাকা হতে কয়েকজন অপরাধীকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.