জঙ্গি আস্তানা : ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি

0

ঢাকা : রাজধানীর দক্ষিণখানের আশকোনার পূর্বপাড়ায় ‘সূর্যভিলা’ নামে যে বাড়িটিতে অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামার খাঁন কামাল ও আইজিপি শহীদুল হক। শনিবার বিকেল সোয়া ৩ টার পরে ঘটনাস্থলে যান তারা।

যে এলাকায় যে বাসাটি ঘিরে অভিযান চলছে ওই বাসার ভেতরে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে গ্রেনেড নিয়ে বসে আছেন বলে ধারণা পুলিশের। আর তাকে নিস্তেজ করতে দুপুর ১টার দিকে ওই বাসার ভেতরে টিয়ারসেল নিক্ষেপ করা হয়।

এরআগে আত্মসমর্পণের কথা বলে বেরিয়ে আসার সময় শরীরে থাকা বেল্টের বিস্ফোরণ ঘটান এক নারী। ওই বিস্ফোরণে এক শিশুও আহত হয়। শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তবে ওই নারীর দেহ পড়ে ওই বাসায় দীর্ঘক্ষণ পড়ে থাকে। পরে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে পুলিশ।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি ছানোয়ার হোসেন ভেতর থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের বিস্ফোরণের বিষয়টি জানান।

ভেতরে অবস্থানরত যাকে তানভীর কাদেরীর ছেলে বলে ধারণা করা হচ্ছে তার বিষয়ে ছানোয়ার বলেন, তার সারা শরীরে গ্রেনেড বাঁধা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.