তেজগাঁয়ে ডিএনসিসির উচ্ছেদ অভিযান

0

অনলাইন ডেস্ক : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে। এ সময় অননুমোদিত প্রায় দুই শতাধিক ঘরবাড়ি, ওয়ার্কশপ, গ্যারেজ ও দোকানপাটসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সিটি করপোরেশনের সিনিয়র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

তিব্বত গলির মোড়ের ফুটপাত দখল করে গড়ে ওঠা মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের গ্যারেজ ভেঙে দেওয়া হয়। এছাড়া প্যাট্রিয়ট গ্রুপের জেনারেটর রুমসহ বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। উচ্ছেদ অভিযানে ফুটপাতের ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার বলেন, মেগা প্রজেক্টের আওতায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এর আগে বুধবার এ এলাকার আরও কয়েকটি গলিতে উচ্ছেদ করা হয়।

তিনি আরো বলেন, শুধু তেজগাঁও নয় ডিএনসিসির সব এলাকায় উচ্ছেদ অভিযান করা হবে। যেখানে অবৈধ স্থাপনা সেখানেই উচ্ছেদ করা হবে।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম আলী বেগ, ডিএনসিসি’র সম্পত্তি কর্মকর্তা, ডেসার প্রতিনিধি ও স্থানীয় থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.