সীতাকুণ্ডে ভয়াবহ আগুনে ৪০ টি দোকান ও ১১৫ টি ভাড়াঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি

0

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ড থানার বার আউলিয়াস্থ হাফিজ জুট মিলস কলোনীতে ভয়াবহ আগুন লেগে ৪০ টি দোকান ও ১১৫ টি ভাড়াঘরসহ বসত বাড়ী সম্পন্ন পুড়ে ছাই হয়ে গেছে। জানা যায়,শনিবার বিকাল সাড়ে ৫ টার সময় বার আউলিয়াস্হ ফুলতলা হাফিজ জুট মিলস কলোনী এলাকায় আগুন লাগার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী মাসুদ জানান,আগুন লাগার মূহুর্তের মধ্যে দ্রুত সবখানে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে গেছে স্হানীয় নেজাম উদ্দিন খাঁন ও আযম উদ্দিন খাঁনের মালিকানাধীন নিজেদের বসতঘরসহ ১১৫ টি পাকা আধা পাকা ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।এছাড়াও চায়ের দোকান,পানের দোকান,ট্রেইলার, মোবাইল দোকানসহ ছোট বড় প্রায় ৪০ বিভিন্ন দোকান সম্পন্ন পুড়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। আগুন লাগার সঠিক সূত্র জানা না গেলেও ধারণা করা হচ্ছে হারুনের মালিকানাধীন একটি খালি বস্তার দোকান থেকে এই আগুন লাগার সূত্রপাত। প্রথমে হাফিজ জুট মিলের ফায়ার সার্ভিস পরে কুমিরা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই নিউজ লিখা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.