কর্ণফুলীর ইছানগরে একই পরিবারের তিনজনের মৃত্যু

0

পটিয়া প্রতিনিধি::কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে। এতে পুরা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বিকাল ৪টায় চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে মোহাম্মদ আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনাসুত্রে জানা যায়,বার্ধক্য জনিত রোগে আব্দু রশিদের স্ত্রী আজম খাতুন ১১২ বছর বয়সে  মৃত্যূ বরণ করে।  মৃত আজম খাতুনকে বিকালে কবর দিতে যান  একই পরিবারের সদস্য আলী আহমদ। স্থানীয় কবরস্থানে কবর দেয়া শেষে বাড়ি ফেরার পথে বুকে ব্যথা অনুভব করে মোঃ আলী আহমদ (৬০) পিতা মৃত ইয়াকুব আলী।

কোন মতে বাড়ি পৌছে  বুকে হাত দিয়ে বিছানায় যেতে না যেতেই বাড়ির সদস্যরা তোলাতোলি করে হাসপাতালে পাটানোর আগেই স্টোক জনিত কারনে তার মৃত্যু হয়। বিধাতার কি অমোঘ পরীক্ষা একটা শোকের বার্তা শেষ হতে না হতেই আরেকটি মৃত্যু শোক এসে পরিবারের বুকে বিধিলো।

অন্যদিকে  মৃত আলী আহমদের লাশের পাশে কান্না করতে করতে হঠাৎ দেখা যায় আলী আহমদের  এক বছরের নাতনী সোহানের নিউমোনিয়া জনিত বুকের টান বেড়ড়ে যায় । নিশ্বাস নিতে বড় কষ্ট আর অবস্থা বেগতিক দেখলে আত্বীয় স্বজনেরা ধরাধরি করে স্থানীয় ফার্মেসীতে নিয়ে গেলে স্থানীয় ডাক্তার তাকেও মৃত ঘোষণা করে।

কি আজব বিধি বাম। নিষ্টুর নিয়তির অদৃশ্য খেলা। একজন মানুষের পক্ষে কতোটা প্রিয়জন হারানোর ব্যথা ভর করে কে জানে। তবে বর্তমানে তিন জনের মৃত্যূর পর মোঃ ইলিয়াছ নামে আরো একজন পরিবারের সদস্য মুমুর্ষ অবস্থায় মৃত্যূ শয্যায় কাতর।

জানা যায়, মৃত আলী আহমদের ৪ছেলে ৩ মেয়ে রয়েছে। একটা লাশের জানাজা শেষ না হতেই আরেকটি লাশের শোক,পরিবারটিকে পাথরে পরিণত করেছে।

একই পরিবারের তিনজনের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে খবর শুনে ছুটে যান, চরপাথরঘাটা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলহাজ্ব এম মঈন উদ্দিন শোক সন্তোপ্ত পরিবারকে শান্ত্বনা দিতে। বাকি পরিবারের সদস্যের ধৈর্য্য ধারন করার শান্তনা দিয়ে আর্থিক সাহায্যের আশ্বাস প্রদান করেন তিনি।

 

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.