চিটাগাং ক্লাবে ছেঁড়া জাতীয় পতাকা !

0

নিজস্ব প্রতিবেধক :  একটি জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অস্তিত্বের প্রতীক একটি পতাকা । হাজার বছরের বাঙালির সংগ্রামের বিনিময়ের চূড়ান্ত একটি পর্যায় লাল সবুজের এই পতাকা। এর সঙ্গে জড়িয়ে রয়েছে কোটি জনতার আবেগ আর অনুভূতি। শ্রদ্ধা আর সবটুকু ভালবাসা নিজের পতাকার জন্য। এই জাতীয় পতাকার সাথে মিশে আছে একটি দেশের জন্মের ইতিহাস আর সংস্কৃতি। তবে বর্তমানে জাতীয় পতাকার ব্যবহারে দেখা যায় অযত্ন আর অবহেলা। আইন থাকলেও তা মানা হয় না অনেক সময়। জাতীয় পতাকা বিধিমালা ১৯৭২ এ বলা আছে, পতাকা এমনভাবে ব্যবহার করা যাবে না যাতে তা নষ্ট হয়। কিন্তু বিজয়ের ৪৫ বছরেও জাতীয় পতাকার ব্যবহার হচ্ছে ইচ্ছেমত সর্বশেষ উদাহরণ চট্টগ্রামের প্রথম শ্রেণীর ক্লাব‘‘ চিটাগাং ক্লাব লিঃ’’ এর মুল প্রবেশ গেইটে বিবর্ণ ও ছেঁড়া জাতীয় পতাকা ব্যবহার করে আসছে দীর্ঘদিন ধরে। এ বিষয়ে ক্লাব কর্তৃপক্ষের কারো কনো দৃষ্টি নেই। উল্লেখ্য,সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুর বেলা রিহ্যাবের সংবাদ সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময় পতাকার এ দৃশ্য দেখা যায় ।

 

চিটাগাং ক্লাব লিঃ মুল প্রবেশ গেইটে বিবর্ণ ও ছেঁড়া জাতীয় পতাকা ব্যবহার
চিটাগাং ক্লাব লিঃ মুল প্রবেশ গেইটে বিবর্ণ ও ছেঁড়া জাতীয় পতাকা ব্যবহার

সিটিনিউজবিডি/ জি এস

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.