বিসিবি পদ ছাড়ার ইঙ্গিত পাপনের

0

খেলাধুলা : এ বছরের অক্টোবরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষ হচ্ছে। তবে আগামী নির্বাচনে বিসিবির সভাপতির পদে লড়াই নাও করতে পারেন তিনি।

এমনটাই ইঙ্গিত দিয়ে নিজ কর্মস্থল বেক্সিমকো অফিসে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি তিনটা জিনিসের সঙ্গে থাকার কারণে আমার সমস্যা হচ্ছে। প্রথমত আমি একজন চাকরিজীবী। তার চেয়েও বড় কথা, আমি একজন এমপি। এলাকায় কাজ করা ও সংসদে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফলে সভাপতি হিসেবে ক্রিকেটের জন্য সময় দেয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। কারণ আমি একদমই সময় পাই না।’

নাজমুল হাসান বলেন, ‘আমি আইসিসি সভা শেষ করে সবে ফিরেছি। এখন যেতে হবে হায়দরাবাদে। ওখান থেকে দেশে ফিরে ১৫ তারিখের মধ্যে চাকরির সুবাদে আবার যেতে হবে আরেক দেশে। এতে হয়তো মানসিক সমস্যা হয় না, তবে শারীরিকভাবে সমস্যা হচ্ছে। আমাকে অনেক বেশি ভ্রমণ করতে হচ্ছে।’ তিনি বলেন, ‘তিনটি জিনিসের কোনো একটি আমাকে ছাড়তেই হবে। তবে কোনটা ছাড়ব সেটা এই মুহূর্তে বলছি না।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.