রাজধানীতে ৬ ভুয়া ডিবি আটক

0

ঢাকা : রাজধানীর কদমতলীতে ডাকাতির প্রস্তুতিকালে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী ছয় প্রতারককে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশের উত্তর বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ১টি পিস্তল, ৩ রাউন্ড গুলি, ওয়ারলেস ও হ্যান্ডক্যাপ জব্দ করা হয়। শনিবার দুপুরে কদমতলীর আলম মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃত এই ছয়জন হলেন মো. জাহাঙ্গীর আলম ওরফে শাকিল, মো. মামুন হোসেন, মো. আমিন গাজী, মো. রনি ওরফে মাহাবুব, মো. ইব্রাহীম ও মো. শাখাওয়াত হোসেন সজিব।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ছয়জন জানান, তারা দীর্ঘদিন ঢাকা শহর ও আশেপাশের এলাকায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সামনে অবস্থান করে ব্যবসায়ীদের চিহ্নিত করে এবং ডিবি পুলিশের পরিচয় দিয়ে ছিনতাই ও ডাকাতি করতো।

তিনি আরও বলেন, তাদের অপরাধের কায়দা তুলে ধরে তিনি বলেন, তারা ভিকটিমকে গাড়িতে জোর করে উঠিয়ে সব মূল্যবান জিনিসপত্র কেড়ে নিতো এবং সুযোগ বুঝে ফাঁকা কোনো স্থানে ফেলে রেখে যেতো। এখন তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.