সিরিয়ায় ‘রাসায়নিক হামলায়’ নিহত কমপক্ষে ৩৫

0
আন্তর্জাতিক ডেস্ক::সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে সন্দেভাজনদের রাসায়নিক হামলায় ১৮ জন নিহত হয়েছে। এছাড়া ভয়াবহ এই হামলায় আরো কয়েক ডজন মানুষ মারাত্মক আহত হয়েছে বলে জানিয়েছে সমাজকর্মীরা।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এক বিবৃতিতে জানায়, দেশটির খান শেখোওয়ান অঞ্চলে সিরিয়ান বাহিনী বা রাশিয়ান জেট থেকে এই হামলা চালানো হয়, যাতে অনেক মানুষ শ্বাসরোধে আক্রান্ত হয় বলে অভিযোগ করা হয়েছে।
এছাড়া দেশটির স্থানীয় বিরোধী কো-অর্ডিনেশন কমিটির নেটওয়ার্কে পোস্ট করা ছবিতে বলা হয়েছে, এদের সবাই রাসায়নিক হামলার শিকার হয়ে শ্বাসরোধে মারা গেছে। তবে সিরিয়ান সরকার বরাবরের মতোই রাসায়নিক হামলার সত্যতা নাকচ করে আসছে।
কিন্তু রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ নিয়ে কাজ করা জাতিসংঘ এবং কয়েকটি সংস্থার গত অক্টোবরে করা এক তদন্তে দেখা গেছে যে,  ২০১৪ থেকে ২০১৫ সালের মধ্যে অন্তত তিনবার রাসায়নিক অস্ত্র হিসেবে ‘ক্লোরিন’ ব্যবহার করেছিলো সিরিয়ান বাহিনী। তাছাড়া ইসলামিক স্টেট জঙ্গিদের দ্বারাও বিষাক্ত ‘সালফার’ ব্যবহারেরও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে তারা। বিবিসি।
এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.