উপকূলীয় জনজীবনের স্বার্থে টেকসই বেধিবাড় নির্মাণ হোক

0

আনোয়ারা প্রতিনিধি : ভয়াল ২৯ এপ্রিলে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় নিহতদের স্বরণে আনোয়ারা তরুণ ক্রীড়া পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ শনিবার বিকেলে কালাবাবিবির দীঘিস্থ হলরুমে সংগঠনের সভাপতি ইমরান এমির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহেল আরমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কলামিষ্ট ও রাজনীতিবিদ এডভোকেট সালাহউদ্দীন আহমদ চৌধুরী লিপু।

মাহবুবুর রহমান সুজনের স্বাগত বক্তব্যে বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক ফোরামের সভাপতি এম আনোয়ারুল হক, সমাজকর্মী উৎপল বড়–য়া, ইউপি সদস্য নূর আলী মেম্বার, আনোয়ারা এনজিও ফোরামের সাধারণ সম্পাদক রাজীব দাশ।

এতে অনান্যদের মাঝে উপস্থিত ছিলেন রাশেদ জোহাইর, কোষ্টাল ডিপিও এলায়েন্স সাধারণ সম্পাদক স্বরুপানন্দ চক্রবর্তী, নিরুদ বড়ুয়া, হাসান মনছুর, ইশতিয়াক উদ্দীন, ইয়াসমিন আকতার, আবদুল ওয়াহেদ, কামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ৯১ সালে ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকার জনসাধারণ যে হারে প্রাণ হারিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আগামীতে যাতে কোন বন্যা, দূর্যোগে কারো প্রাণ না হারায় সেজন্য উপকূলীয় এলাকার জীবন রক্ষার্থে টেকসই সম্পন্ন বেড়িবাধ নির্মান করার দাবি জানান তারা। পওে মাওলানা মনিরুল ইসলামের পরিচালনায় নিহতদেও স্বরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.